ঢাকা, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২

একীভূত ৫ ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর

২০২৫ ডিসেম্বর ২৫ ২২:৪৭:২৮

একীভূত ৫ ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর

নিজস্ব প্রতিবেদক: একীভূত হওয়া পাঁচ ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য স্বস্তির খবর আসছে। আগামী সপ্তাহ থেকেই এসব ব্যাংকে জমা রাখা অর্থ ফেরতের কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। প্রাথমিক পর্যায়ে আমানত বিমা ব্যবস্থার আওতায় একজন গ্রাহক একবারে সর্বোচ্চ দুই লাখ টাকা উত্তোলন করতে পারবেন।

আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের একজন সংশ্লিষ্ট কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। যেসব ব্যাংকের গ্রাহকরা এই সুবিধা পাবেন, সেগুলো হলো—এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক।

নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, দীর্ঘদিন ধরে চলা আমানত ফেরতের প্রক্রিয়াগত জটিলতা সম্প্রতি দূর করা হয়েছে। এর ফলে আগামী সপ্তাহের শুরুতে, অর্থাৎ সোমবার বা মঙ্গলবার থেকেই গ্রাহকদের অর্থ পরিশোধ শুরু করা সম্ভব হবে বলে তারা আশা করছেন। এই অর্থ আমানত বিমা স্কিমের মাধ্যমেই বিতরণ করা হবে।

ব্যাংক সংশ্লিষ্টরা জানিয়েছেন, গ্রাহকরা নিজ নিজ হিসাব পরিচালনাকারী শাখা থেকেই টাকা তুলতে পারবেন। তবে যেসব গ্রাহকের একই ব্যাংকে একাধিক হিসাব রয়েছে, তারা কেবল একটি হিসাব থেকেই নির্ধারিত অঙ্ক উত্তোলনের সুযোগ পাবেন। আবার কারও যদি একাধিক ব্যাংকে হিসাব থাকে, সেক্ষেত্রে প্রত্যেক ব্যাংক থেকেই আলাদাভাবে অনুমোদিত পরিমাণ অর্থ তোলা যাবে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যে জানা গেছে, এই পাঁচটি ইসলামী ব্যাংকে বর্তমানে প্রায় ৭৫ লাখ আমানতকারীর মোট জমা রয়েছে আনুমানিক ১ লাখ ৪২ হাজার কোটি টাকা। এর বিপরীতে ব্যাংকগুলোর মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৯৩ হাজার কোটি টাকা, যার একটি বড় অংশ ইতোমধ্যেই খেলাপি ঋণে পরিণত হয়েছে।

এএসএম/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত