ঢাকা, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২

জবির বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা শুরু

২০২৫ ডিসেম্বর ২৬ ১১:৩৪:০৫

জবির বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির প্রক্রিয়ার অংশ হিসেবে ‘এ’ ইউনিটের (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) ভর্তি পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে।

শুক্রবার (আজ) বেলা ১১টা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ সারা দেশের মোট ১২টি পরীক্ষাকেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

চলতি শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদের মোট ৮৬০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৭২ হাজার ৪৭৪ জন ভর্তিচ্ছু। ফলে প্রতি আসনের জন্য প্রতিযোগিতা করছেন গড়ে ৮৫ জন শিক্ষার্থী। ঢাকার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ ৯টি কেন্দ্রে এবং ঢাকার বাইরে রাজশাহী, কুমিল্লা ও খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরীক্ষার আয়োজন করা হয়েছে।

ঢাকার কেন্দ্রগুলো হলো- জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা কলেজিয়েট স্কুল, কে এল জুবিলি হাই স্কুল অ্যান্ড কলেজ এবং বিআইএএম (বিয়াম) মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ।

১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় এমসিকিউ পদ্ধতিতে ৭২ নম্বরের প্রশ্ন রয়েছে। অবশিষ্ট ২৮ নম্বর এসএসসি ও এইচএসসি (বা সমমান) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নির্ধারিত হবে। ‘এ’ ইউনিটের প্রশ্নপত্রে পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত অথবা জীববিজ্ঞান বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক। তিনি বলেন, প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রক্টরিয়াল টিম ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করছেন এবং এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

ভর্তি পরীক্ষার পরবর্তী সূচি অনুযায়ী, আগামী ২৭ ডিসেম্বর ‘সি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষা আগামী ৯ জানুয়ারি বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং কলা ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা আগামী ৩০ জানুয়ারি বেলা ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত