ঢাকা, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২
ভারতে বিশ্ববিদ্যালয় চত্বরে গু-লিতে প্রাণ গেল মুসলিম শিক্ষকের
নিজস্ব প্রতিবেদক: ভারতের উত্তর প্রদেশে শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় (এএমইউ) ক্যাম্পাসের ভেতর এক স্কুল শিক্ষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (২৪ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এবিকে ইউনিয়ন হাই স্কুলের কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষক রাও দানিশ আলিকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় দানিশ আলি তাঁর দুই সহকর্মীর সঙ্গে ক্যাম্পাসে ঘুরছিলেন। রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের কাছে একটি স্কুটারে থাকা দুই ব্যক্তি তাঁর সামনে এসে আচমকা গুলি চালায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা অন্তত তিন রাউন্ড গুলি ছোড়ে।
গুলিবর্ষণের ঠিক আগে একজন বন্দুকধারী দানিশ আলিকে উদ্দেশ করে বলেন, ‘তুমি আমাকে এখনও চিনতে পারনি, এখন চিনবে।’ এরপরই তাঁকে মাথায় লক্ষ্য করে গুলি করা হয়।
গুরুতর আহত অবস্থায় দানিশ আলিকে দ্রুত জওহরলাল নেহেরু মেডিকেল কলেজে নেওয়া হয়। তবে সেখানে পৌঁছানোর পরই চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
এএমইউর প্রক্টর মোহাম্মদ ওয়াসিম আলি সাংবাদিকদের বলেন, দানিশ আলির মাথায় গুলি লেগেছিল এবং হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়।
ঘটনার পরপরই পুলিশ অভিযানে নেমেছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে ক্যাম্পাস ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উল্লেখ্য, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি করার কয়েক ঘণ্টার মধ্যেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, যা নতুন করে প্রশ্ন তুলেছে রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে।
এর আগে চলতি মাসেই ভারতের বিহার রাজ্যে মুহাম্মদ আতহার নামে এক মুসলিম ফেরিওয়ালাকে উগ্রবাদী হিন্দু জনতা পিটিয়ে হত্যা করে। ৫ ডিসেম্বর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ১২ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: টি-টোয়েন্টি ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম পাকিস্তান: ব্যাটিংয়ে বাংলাদেশ-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শনিবারের ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত
- ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আর নেই
- ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা কবে? জানানো হলো নতুন তারিখ
- জায়ান্টস বনাম এমিরেটস: বোলিংয়ে সাকিব-দেখুন সরাসরি (LIVE)
- আবু ধাবি নাইট রাইডার্স বনাম শারজাহ ওয়ারিয়র্জ: বোলিংয়ে তাসকিন-দেখুন সরাসরি (LIVE)
- ভারত-পাকিস্তানের জমজমাট ফাইনাল ম্যাচটি শেষ-দেখে নিন ফলাফল
- স্থগিত হওয়া ভর্তি পরীক্ষা নিয়ে যা বলছে ঢাবির কর্তৃপক্ষ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ ডিসেম্বর)
- এবার প্রকাশ্যে এনসিপি নেতা মোতালেব গুলিবিদ্ধ
- শারজাহ ওয়ারিয়র্স বনাম দুবাই ক্যাপিটালস: ব্যাটিংয়ে মুস্তাফিজরা-সরাসরি দেখুন
- প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষায় থাকছে বুয়েটের প্রযুক্তি
- ব্লুমবার্গের তালিকায় বাংলাদেশের শেয়ারবাজার কোম্পানির বড় লাফ
- চবির ‘এ’ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড শুরু আজ