ঢাকা, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২

আজ সিলেট বনাম রাজশাহীর ম্যাচ: সরাসরি দেখার উপায়-সময়সূচি

২০২৫ ডিসেম্বর ২৬ ১৩:৫০:৫৮

আজ সিলেট বনাম রাজশাহীর ম্যাচ: সরাসরি দেখার উপায়-সময়সূচি

সরকার ফারাবী: ক্রিকেটপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) থেকে মাঠে গড়াচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। চায়ের দেশ সিলেটের নান্দনিক স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক সিলেট টাইটান্স মোকাবেলা করবে শক্তিশালী রাজশাহী ওয়ারিয়র্স-কে। দুপুর ২টায় শুরু হবে ব্যাট-বলের এই ধুন্ধুমার লড়াই।

ম্যাচ শিডিউল ও সময়সূচিসিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টা থেকে প্রথম সেশনের খেলা শুরু হবে, যা চলবে ৩টা ৩০ মিনিট পর্যন্ত। এরপর ২০ মিনিটের বিরতি শেষে বিকেল ৩টা ৫০ মিনিটে শুরু হবে দ্বিতীয় সেশনের খেলা। ঘরের মাঠে সিলেট টাইটান্স জয় দিয়ে যাত্রা শুরু করতে চাইলেও, ছেড়ে কথা বলবে না তারকাবহুল রাজশাহী।

তারকা লড়াই: কার পাল্লা ভারী?দুই দলেই রয়েছে দেশি-বিদেশি একঝাঁক তারকা ক্রিকেটারের সমাহার। সিলেট টাইটান্সের শক্তিমত্তার মূলে আছেন আফিফ হোসেন, ইবাদত হোসেনের মতো দেশীয় কাণ্ডারি এবং মঈন আলী ও সাইম আইয়ুবের মতো বিধ্বংসী বিদেশি রিক্রুট। অন্যদিকে, রাজশাহী ওয়ারিয়র্সের তুরুপের তাস মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ আমির এবং অভিজ্ঞ লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। এছাড়াও নজর থাকবে রনি তালুকদার, পারভেজ হোসেন ইমন এবং নাসুম আহমেদের মতো পারফরমারদের দিকে।

লাইভ স্ট্রিমিং ও আম্পায়ারিংআজকের উদ্বোধনী ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে দেশের দুই জনপ্রিয় চ্যানেল টি স্পোর্টস ও নাগরিক টিভি। যারা ডিজিটাল প্ল্যাটফর্মে খেলা দেখতে চান, তারা DUAANEWS-এর মাধ্যমে খুব কম ডেটা খরচে হাই-কোয়ালিটি স্ট্রিমিং উপভোগ করতে পারবেন।

ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকছেন অভিজ্ঞ আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত এবং তানভীর আহমেদ। টিভি আম্পায়ার হিসেবে লঙ্কান রুচিরা পালিয়াগুরুগে এবং ম্যাচ রেফারির দায়িত্বে থাকছেন নিয়ামুর রশিদ।

সরাসরি দেখতেএখানে ক্লিক করুন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত