ঢাকা, শুক্রবার, ২০ জুন ২০২৫, ৬ আষাঢ় ১৪৩২

 ফাইনালে স্পেনকে উড়িয়ে চ্যাম্পিয়ন রোনালদোর পর্তুগাল

ডুয়া নিউজ- খেলাধুলা
২০২৫ জুন ০৯ ০৮:৪৮:৫২
 ফাইনালে স্পেনকে উড়িয়ে চ্যাম্পিয়ন রোনালদোর পর্তুগাল

নেশন্স লিগের ফাইনালে ফুটবলপ্রেমীরা পেয়েছে টানটান উত্তেজনার এক ম্যাচ। নির্ধারিত সময় এবং অতিরিক্ত ৩০ মিনিট—দুই দলই লড়েছে সমানে সমান। শেষ পর্যন্ত টাইব্রেকারে স্পেনকে ৫-৩ গোলে হারিয়ে আবারও শিরোপা জিতে নেয় ক্রিস্টিয়ানো রোনালদোর নেতৃত্বাধীন পর্তুগাল। ফলে প্রথম দল হিসেবে দুবার নেশন্স লিগ জয়ের ইতিহাস গড়ল তারা।

ম্যাচের ২১ মিনিটে প্রথম গোলটি করে স্পেন। ডান পায়ের দুর্দান্ত শটে পর্তুগালের জালে বল জড়ান মার্টন জুবিমেন্দি। কিন্তু স্পেনের সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ২৬ মিনিটে পেদ্রো নেতোর পাস থেকে ডি-বক্সের বাঁ প্রান্ত থেকে দুর্দান্ত শটে গোল শোধ করেন নুনো মেন্ডেজ। প্রথমার্ধের শেষ মুহূর্তে ফের এগিয়ে যায় স্পেন। পেদ্রির বাড়ানো বল থেকে মিকেল ওইয়ারজাবাল জালের ঠিকানা খুঁজে নেন।

দ্বিতীয়ার্ধের ৬০ মিনিট পর্যন্ত স্পেন ২-১ ব্যবধানে এগিয়ে থাকলেও এক মিনিট পরেই ম্যাচে ফেরেন রোনালদো। মেন্ডেজের ক্রস থেকে নিকটবর্তী জায়গা থেকে ভলিতে বল জালে পাঠান তিনি। এটি ছিল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ১৩৮তম গোল।

ম্যাচের ফল নির্ধারিত হয় টাইব্রেকারে। সেখানেই দেখায় পর্তুগালের শ্রেষ্ঠত্ব। পাঁচটি স্পট কিকেই গোল করে পর্তুগাল। স্পেনের হয়ে গোল করতে ব্যর্থ হন অধিনায়ক আলভারো মোরাতা যার শট ঠেকিয়ে দেন গোলরক্ষক দিয়েগো কস্তা। শেষ শটটি রুবেন নেভেস সফলভাবে জালে পাঠালে নিশ্চিত হয় পর্তুগালের জয় এবং শিরোপা।

টাইব্রেকারে গোলের ক্রমঃ

পর্তুগাল: গনসালো রামোস (১-০), ভিতিনহা (২-১), ব্রুনো ফার্নান্দেজ (৩-২), নুনো মেন্ডেজ (৪-৩), রুবেন নেভেস (৫-৩)

স্পেন: মাইকেল মেরিনো (১-১), অ্যালেক্স বায়েনা (২-২), ইসকো (৩-৩), আলভারো মোরাতা (মিস)

নাটকীয় এই ফাইনাল জয়ের মাধ্যমে পর্তুগাল আবারও প্রমাণ করল বড় মঞ্চে তারা কতটা ভয়ংকর। আর রোনালদো দেখালেন বয়স কেবল সংখ্যা—ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে তিনিই হয়ে উঠলেন দলের আশার আলো।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত