ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২
ইলন মাস্কের নতুন রাজনৈতিক দলের নাম প্রকাশ
ইলন মাস্কের সাম্প্রতিক রাজনৈতিক ঘোষণা যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে এক নতুন মোড় এনে দিয়েছে। টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী এবার সরাসরি রাজনীতির ময়দানে নামতে যাচ্ছেন, তাও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রকাশ্য বিরোধের মধ্য দিয়ে। মাস্ক ঘোষণা করেছেন, তিনি ‘আমেরিকা পার্টি’ নামে একটি নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিচ্ছেন, যার লক্ষ্য হবে যুক্তরাষ্ট্রে মাঝামাঝি অবস্থানে থাকা বিপুল সংখ্যক সাধারণ নাগরিকের প্রতিনিধিত্ব করা।
এই পরিবর্তন হঠাৎ এলেও তার পেছনে রয়েছে এক বছরের মতো সময়ের উত্তাল সম্পর্ক-পরিবর্তন। ২০২৪ সালে মাস্ক ট্রাম্পের ঘনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত ছিলেন। তিনি ট্রাম্পপন্থী একটি রাজনৈতিক গ্রুপকে ২৬০ মিলিয়ন ডলারের বেশি অনুদান দিয়েছিলেন এবং চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্প প্রশাসনে একটি বিশেষ পদেও নিযুক্ত হন। সেই পদ ছিল ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি’ বা ডজ-এর সহ-প্রধান, যার উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্র সরকারের অপচয় হ্রাস এবং আমলাতান্ত্রিক জটিলতা দূর করা।
কিন্তু ট্রাম্পের সাম্প্রতিক বাজেট পরিকল্পনা ও নীতির বিরোধিতা করে মাস্ক তার অবস্থান থেকে সরে যান। বিশেষ করে ট্রাম্পের ২.৪ ট্রিলিয়ন ডলারের কর ও ব্যয় বিলকে মাস্ক ‘জঘন্য ও বেহায়াপনা’ বলে আখ্যা দেন। এরপর থেকেই দুই জনের মধ্যে দ্বন্দ্ব আরও প্রকাশ্য হয়ে পড়ে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ মাস্ক একটি জরিপ চালান, যেখানে তিনি প্রশ্ন রাখেন— যুক্তরাষ্ট্রে এমন একটি নতুন রাজনৈতিক দল গঠনের সময় কি এসেছে, যা মাঝামাঝি অবস্থানের ৮০ শতাংশ মানুষের প্রতিনিধিত্ব করবে? ৫৬ লাখের বেশি মানুষ জরিপে অংশ নেন এবং তাদের মধ্যে প্রায় ৮০ শতাংশ এই ধারণার পক্ষে রায় দেন।
এরপর মাস্ক জানিয়ে দেন, তিনি জনগণের মতামতকে সম্মান জানিয়ে ‘আমেরিকা পার্টি’ নামে একটি নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা করছেন। ট্রাম্পও চুপ থাকেননি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, স্পেসএক্স ও টেসলার সঙ্গে সরকারের সব ধরনের চুক্তি বাতিল করা হতে পারে। পাল্টা জবাবে মাস্ক ট্রাম্পকে শিশু পাচার মামলায় অভিযুক্ত জেফরি অ্যাপস্টেইনের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ তোলেন এবং ট্রাম্পের অভিশংসনের দাবি করেন।
এই দ্বন্দ্বের প্রভাব পড়ে শেয়ারবাজারেও। ট্রাম্প-মাস্ক বিরোধ প্রকাশ্যে আসার পরদিনই টেসলার শেয়ার ১৪ শতাংশ এবং ট্রাম্প মিডিয়ার শেয়ার ৮ শতাংশ পড়ে যায়। যদিও পরদিন কিছুটা ঘুরে দাঁড়ায় কোম্পানিগুলোর শেয়ার। রাজনৈতিক মহলে এই ঘটনাকে কেউ কেউ ক্ষমতার দ্বন্দ্ব হিসেবে দেখছেন, আবার অনেকে মনে করছেন এটি একটি প্রাক-নির্বাচনী কৌশল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- এবারও বিনিয়োগকারীদের হতাশ করল মিরাকেল ইন্ডাস্ট্রিজ
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)