ঢাকা, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২
স্বাধীন রাষ্ট্র হিসেবে ইসরায়েলের স্বীকৃতি পেল সোমালিল্যান্ড
আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ তিন দশকেরও বেশি সময় অপেক্ষার পর অবশেষে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি পেল সোমালিল্যান্ড।
শুক্রবার (২৬ ডিসেম্বর) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আনুষ্ঠানিকভাবে সোমালিল্যান্ডকে একটি ‘স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র’ হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন। এর মাধ্যমে বিশ্বের প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়ার নজির গড়ল ইসরায়েল।
ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে, এই স্বীকৃতি দেওয়ার পাশাপাশি দুই দেশের মধ্যে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপনের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই পদক্ষেপটি মূলত ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে শুরু হওয়া ‘আব্রাহাম চুক্তির’ চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট আবদিরাহমান মোহাম্মদ আবদুল্লাহি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এক্সে (সাবেক টুইটার) বলেন, "এটি একটি ঐতিহাসিক মুহূর্ত এবং দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারত্বের সূচনা।" তিনি আরও জানান, সোমালিল্যান্ড ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে এবং আব্রাহাম চুক্তিতে যোগ দিতে সম্পূর্ণ প্রস্তুত।
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার জানিয়েছেন, খুব দ্রুতই দুই দেশ একে অপরের রাজধানীতে দূতাবাস খুলবে এবং রাষ্ট্রদূত নিয়োগ করবে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী নেতানিয়াহু সোমালিল্যান্ডের প্রেসিডেন্টকে ইসরায়েল সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
উল্লেখ্য, ১৯৯১ সালে সোমালিয়া থেকে আলাদা হয়ে স্বাধীনতা ঘোষণা করলেও এতদিন আন্তর্জাতিক সম্প্রদায়ের কোনো দেশ সোমালিল্যান্ডকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। গত বছর দায়িত্ব নেওয়ার পর থেকে প্রেসিডেন্ট আবদুল্লাহি এই স্বীকৃতির বিষয়টিকে তাঁর সরকারের প্রধান অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে আসছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে চট্টগ্রাম বনাম নোয়াখালীর ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বিপিএল ২০২৬: সিলেট বনাম রাজশাহী-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- আজ সিলেট বনাম রাজশাহীর ম্যাচ: সরাসরি দেখার উপায়-সময়সূচি
- ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা কবে? জানানো হলো নতুন তারিখ
- জায়ান্টস বনাম এমিরেটস: বোলিংয়ে সাকিব-দেখুন সরাসরি (LIVE)
- আবু ধাবি নাইট রাইডার্স বনাম শারজাহ ওয়ারিয়র্জ: বোলিংয়ে তাসকিন-দেখুন সরাসরি (LIVE)
- ভারত-পাকিস্তানের জমজমাট ফাইনাল ম্যাচটি শেষ-দেখে নিন ফলাফল
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্স: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- কিছুক্ষণ পর চট্টগ্রাম বনাম নোয়াখালীর ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- স্থগিত হওয়া ভর্তি পরীক্ষা নিয়ে যা বলছে ঢাবির কর্তৃপক্ষ
- ২০২৬ বিপিএল: কবে, কখন, কোথায়-জানুন পূর্ণাঙ্গ সময়সূচি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ ডিসেম্বর)
- এবার প্রকাশ্যে এনসিপি নেতা মোতালেব গুলিবিদ্ধ
- শারজাহ ওয়ারিয়র্স বনাম দুবাই ক্যাপিটালস: ব্যাটিংয়ে মুস্তাফিজরা-সরাসরি দেখুন
- প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষায় থাকছে বুয়েটের প্রযুক্তি