ঢাকা, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২

সাড়ে ৫ ঘণ্টা যানজটে অচল ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক, দুর্ভোগে যাত্রীরা

২০২৫ ডিসেম্বর ২৬ ২২:২০:২১

সাড়ে ৫ ঘণ্টা যানজটে অচল ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক, দুর্ভোগে যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জাতীয় স্মৃতিসৌধ সফরকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও চন্দ্রা-নবীনগর সড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত টানা সাড়ে ৫ ঘণ্টা মহাসড়কের বিভিন্ন স্থানে যান চলাচল বন্ধ থাকায় প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন উত্তর ও পশ্চিমাঞ্চল থেকে আসা হাজার হাজার ঢাকামুখী যাত্রী।

সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের মির্জাপুরের গোড়াই থেকে চন্দ্রা হয়ে সফিপুর পর্যন্ত ঢাকামুখী লেনে যানবাহনগুলো স্থবির হয়ে দাঁড়িয়ে আছে। ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে নাজেহাল হয়ে অনেক যাত্রী বাস থেকে নেমে মালামাল মাথায় নিয়ে পায়ে হেঁটে গন্তব্যের দিকে রওনা হয়েছেন। ট্রাফিক পুলিশের পর্যাপ্ত উপস্থিতি না থাকায় যানজট পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে।

এই তীব্র যানজটের কারণে কালিয়াকৈর এলাকায় এক প্রসূতির অস্ত্রোপচারের জন্য হাসপাতালে যাওয়ার পথে গাড়িতেই সন্তান প্রসবের ঘটনা ঘটেছে। কালিয়াকৈরের বাসিন্দা আমিনুল ইসলাম জানান, তার ভাতিজিকে সিজারিয়ান ডেলিভারির জন্য সন্ধ্যায় হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু চন্দ্রা এলাকায় আটকা পড়ে তীব্র প্রসব ব্যথার একপর্যায়ে গাড়িতেই তার ডেলিভারি হয়ে যায়। পরে অনেক কষ্টে তাকে সফিপুরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়।

যাত্রী ও চালকদের অভিযোগ, সড়কে শৃঙ্খলার অভাব এবং পর্যাপ্ত ট্রাফিক ব্যবস্থাপনা না থাকায় ১০ মিনিটের রাস্তা পার হতে ২ থেকে ৩ ঘণ্টা সময় লাগছে। এদিকে যানজট নিরসনে পুলিশের তৎপরতা নিয়ে জানতে হাইওয়ে থানা ও ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি।

উল্লেখ্য, দীর্ঘ ১৮ বছর পর দেশে ফিরে আজ প্রথমবার সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তারেক রহমান। তাকে স্বাগত জানাতে মহাসড়কের পাশে বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগমও যানজটের অন্যতম কারণ হিসেবে দেখা দিয়েছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত