ঢাকা, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২

ভারত-বাংলাদেশ কূটনৈতিক টানাপোড়ন: পাল্টাপাল্টি উদ্বেগ ও প্রতিবাদ

২০২৫ ডিসেম্বর ২৬ ২০:২০:২৮

ভারত-বাংলাদেশ কূটনৈতিক টানাপোড়ন: পাল্টাপাল্টি উদ্বেগ ও প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার (২৬ ডিসেম্বর) এক নিয়মিত ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, বাংলাদেশের ঘটনাবলি ভারত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং একে কোনোভাবেই ‘মিডিয়ার বাড়িয়ে বলা’ বা সাধারণ ‘রাজনৈতিক সহিংসতা’ হিসেবে দেখার সুযোগ নেই।

ব্রিফিংয়ে রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধসহ সংখ্যালঘুদের বিরুদ্ধে চলমান বিদ্বেষমূলক কর্মকাণ্ড গভীর উদ্বেগের বিষয়। তিনি ময়মনসিংহে এক হিন্দু যুবকের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান। জয়সওয়াল আরও বলেন, ভারত গত কয়েকদিনে একাধিক বিবৃতির মাধ্যমে বাংলাদেশে প্রচারিত ‘ভ্রান্ত বর্ণনা’ বা ন্যারেটিভ প্রত্যাখ্যান করেছে।

এদিকে, রাজবাড়ীর পাংশায় অমৃত মন্ডল ওরফে সম্রাট নামে এক যুবক নিহতের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট বিভ্রান্তি নিরসনে বিবৃতি দিয়েছে বাংলাদেশ সরকার। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই হত্যাকাণ্ডটি কোনোভাবেই সাম্প্রদায়িক ছিল না। নিহত অমৃত মন্ডল একজন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছিলেন, যার বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজিসহ একাধিক মামলা ও গ্রেফতারি পরোয়ানা ছিল। স্থানীয় জনতার সঙ্গে সংঘর্ষের এক পর্যায়ে তিনি নিহত হন। সরকার দেশি-বিদেশি সংবাদমাধ্যমকে এ বিষয়ে বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর অনুরোধ জানিয়েছে।

সাম্প্রতিক সময়ে ভারতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন ও উপ-দূতাবাসগুলোর সামনে বিজেপি ও কট্টরপন্থি সংগঠনগুলোর বিক্ষোভ এবং প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করার ঘটনায় আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে ঢাকা। দুই দেশের মধ্যে এই পাল্টাপাল্টি অবস্থান ও বিবৃতির ফলে কূটনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত