ঢাকা, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২

রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্স: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল

২০২৫ ডিসেম্বর ২৬ ১৮:৪৬:৩৩

রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্স: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল

সরকার ফারাবী: চার-ছক্কার ধামাকা আর গ্যালারি ভর্তি দর্শকদের উন্মাদনায় পর্দা উঠল বিপিএল ২০২৬-এর। উদ্বোধনী ম্যাচেই ক্রিকেট বিশ্ব দেখল এক রুদ্ধশ্বাস লড়াই। স্বাগতিক সিলেট টাইটান্সের দেওয়া ১৯১ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর বিধ্বংসী সেঞ্চুরিতে ৮ উইকেটের দাপুটে জয় ছিনিয়ে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। ২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় শান্তর দল।

ইমন-আফিফ ঝড়ে সিলেটের রানের পাহাড়সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯০ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় সিলেট টাইটান্স। ইনিংসের মূল নায়ক ছিলেন তরুণ তুর্কি পারভেজ হোসেন ইমন। মাত্র ৩৩ বলে ৪টি চার ও ৫টি ছক্কায় ৬৫ রানের অপরাজিত এক টর্নেডো ইনিংস খেলেন তিনি। ওপেনিংয়ে রনি তালুকদার (৪১) ও পাকিস্তানি রিক্রুট সাইম আইয়ুব (২৮) শক্ত ভিত গড়ে দেন। শেষদিকে আফিফ হোসেনের ১৯ বলে ৩৩ রানের ক্যামিও ইনিংস সিলেটকে বড় পুঁজি এনে দেয়। রাজশাহীর হয়ে লেগ স্পিনার সন্দীপ লামিছানে ২ উইকেট শিকার করেন।

শান্তর রাজকীয় সেঞ্চুরি ও মুশফিকের ঠান্ডা মাথার ফিনিশিং১৯১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে তানজিদ হাসান তামিম ও সাহিবজাদা ফারহানের উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েছিল রাজশাহী। তবে সেখান থেকেই শুরু হয় ‘শান্ত-শো’। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত একপ্রান্ত আগলে রেখে সিলেটের বোলারদের ওপর স্টিমরোলার চালান। মাত্র ৫৯ বলে ১০টি চার ও ৫টি ছক্কায় ১০০ রানের এক অনবদ্য অপরাজিত সেঞ্চুরি হাঁকান তিনি।

তাকে যোগ্য সঙ্গ দেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিক ৩০ বলে ৩টি চার ও ২ ছক্কায় ৫১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে অপরাজিত থাকেন। শান্ত ও মুশফিকের অবিচ্ছিন্ন জুটিতে ১৯.৪ ওভারেই ১৯২ রান তুলে মাঠ ছাড়ে রাজশাহী। সিলেটের হয়ে মিরাজ ও খালেদ ১টি করে উইকেট নেন।

ম্যাচ সেরাম্যাচ উইনিং সেঞ্চুরি করে টুর্নামেন্টের প্রথম ম্যাচেই সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন রাজশাহী ওয়ারিয়র্সের দলপতি নাজমুল হোসেন শান্ত।

ট্যাগ: ক্রিকেট নিউজ বাংলাদেশ টি স্পোর্টস লাইভ ক্রিকেট T Sports Cricket Live বিপিএল উদ্বোধনী ম্যাচ ২০২৫ BPL Live Score Today বিপিএল ২০২৫ আজকের খেলার ফলাফল নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি সিলেট বনাম রাজশাহী হাইলাইটস পারভেজ হোসেন ইমনের ব্যাটিং মুশফিকুর রহিম বিপিএল স্কোর রাজশাহী ওয়ারিয়র্স জয় সিলেট টাইটান্স বনাম রাজশাহী স্কোরকার্ড বিপিএল আজকের ম্যাচ রিপোর্ট বিপিএল ১২তম আসর আপডেট নাজমুল শান্ত ১০০ রান বিপিএল পয়েন্ট টেবিল ২০২৫ বিপিএল সিলেট ভেন্যু স্কোর BPL 2025 Match 1 Highlights Najmul Hossain Shanto Century BPL Rajshahi Warriors vs Sylhet Titans Result BPL 12 Opening Match Scorecard Parvez Hossain Emon 65 Runs Mushfiqur Rahim 47 Not Out Rajshahi Warriors Won by 8 Wickets Shanto 100 vs Sylhet Bangladesh Premier League 2025 Update Shanto Shines in BPL BPL 2025 Match 1 Player of the Match BPL Live Streaming Today Sylhet Titans 190 Score

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত