ঢাকা, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২
পরিবার ও ইনকিলাব মঞ্চ চাইলে আমি প্রস্তুত: হাদির বোন
নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের অকুতোভয় যোদ্ধা শহীদ শরীফ ওসমান বিন হাদির অসমাপ্ত স্বপ্ন ও ইনসাফভিত্তিক রাজনীতিকে এগিয়ে নিতে ঢাকা-৮ আসনে সংসদ সদস্য প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তাঁর বোন মাছুমা বিন হাদি।
শুক্রবার (২৬ ডিসেম্বর) ঝালকাঠির নলছিটিতে আয়োজিত এক মানববন্ধনে এই আগ্রহের কথা জানান তিনি।
এদিন সকালে নলছিটি পৌর শহরের বাসস্ট্যান্ড মোড় ও শহীদ সেলিম চত্বরে ‘সচেতন নাগরিক সমাজ ও ছাত্রজনতা’র ব্যানারে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন স্থানীয় শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, শহীদ ওসমান হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে লড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি সংসদে গিয়ে সাধারণ মানুষের অধিকার ও ইনসাফ প্রতিষ্ঠার যে স্বপ্ন দেখেছিলেন, সেই কারণেই তাকে ফ্যাসিবাদের বুলেটে প্রাণ দিতে হয়েছে। হাদির অবর্তমানে তাঁর সংগ্রামী চেতনা ও আদর্শকে ধারণ করে তাঁর বোন মাছুমা বিন হাদিকে ওই আসনে প্রার্থী হিসেবে দেখতে চান তাঁরা।
এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাছুমা বিন হাদি বলেন, "হাদি সব সময় ইনসাফের কথা বলত এবং দেশের সার্বভৌমত্বের পক্ষে লড়েছে। যে আদর্শের জন্য সে জীবন দিয়েছে, তা এগিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের সবার। আমার পরিবার ও ইনকিলাব মঞ্চ যদি চায়, তবে দেশ ও জাতির স্বার্থে আমি নির্বাচনে লড়তে প্রস্তুত।"
মানববন্ধনে উপস্থিত বক্তারা আরও উল্লেখ করেন, মাছুমা বিন হাদির মাঝে তাঁরা শহীদ হাদির প্রতিচ্ছবি খুঁজে পান। তিনি প্রার্থী হলে অন্যায়ের বিরুদ্ধে হাদির শুরু করা লড়াই আরও বেগবান হবে বলে তাঁরা বিশ্বাস করেন।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে নির্বাচনী প্রচারণার সময় সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে পরবর্তী সময়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শরীফ ওসমান হাদি। তিনি ইনকিলাব মঞ্চ এবং ইনকিলাব কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাতা ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে চট্টগ্রাম বনাম নোয়াখালীর ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বিপিএল ২০২৬: সিলেট বনাম রাজশাহী-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- আজ সিলেট বনাম রাজশাহীর ম্যাচ: সরাসরি দেখার উপায়-সময়সূচি
- ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা কবে? জানানো হলো নতুন তারিখ
- জায়ান্টস বনাম এমিরেটস: বোলিংয়ে সাকিব-দেখুন সরাসরি (LIVE)
- আবু ধাবি নাইট রাইডার্স বনাম শারজাহ ওয়ারিয়র্জ: বোলিংয়ে তাসকিন-দেখুন সরাসরি (LIVE)
- ভারত-পাকিস্তানের জমজমাট ফাইনাল ম্যাচটি শেষ-দেখে নিন ফলাফল
- স্থগিত হওয়া ভর্তি পরীক্ষা নিয়ে যা বলছে ঢাবির কর্তৃপক্ষ
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্স: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- কিছুক্ষণ পর চট্টগ্রাম বনাম নোয়াখালীর ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- ২০২৬ বিপিএল: কবে, কখন, কোথায়-জানুন পূর্ণাঙ্গ সময়সূচি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ ডিসেম্বর)
- এবার প্রকাশ্যে এনসিপি নেতা মোতালেব গুলিবিদ্ধ
- শারজাহ ওয়ারিয়র্স বনাম দুবাই ক্যাপিটালস: ব্যাটিংয়ে মুস্তাফিজরা-সরাসরি দেখুন
- প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষায় থাকছে বুয়েটের প্রযুক্তি