ঢাকা, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২

বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে তারেক রহমান

২০২৫ ডিসেম্বর ২৬ ২২:৩৮:৪১

বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশে ফেরার পর প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি হিসেবে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০টা ৪ মিনিটে তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণে পৌঁছান।

তারেক রহমানের এই আগমনকে কেন্দ্র করে সাভার ও আশুলিয়া এলাকা এক জনসমুদ্রে পরিণত হয়। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো নেতাকর্মী তাঁকে স্বাগত জানাতে স্মৃতিসৌধ এলাকায় অবস্থান নেন। ভিড় ও তীব্র যানজট ঠেলে রাত ১০টার পর তিনি প্রধান বেদিতে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

নিরাপত্তা নিশ্চিত করতে পুরো এলাকায় পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছিল। সাদা পোশাকেও দায়িত্ব পালন করেন অসংখ্য গোয়েন্দা সদস্য। সেখানে আগে থেকেই তাঁর অপেক্ষায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ।

এর আগে শুক্রবার বিকেলে শেরেবাংলা নগরে নিজের বাবা ও দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেন তারেক রহমান। সেখান থেকেই তিনি সরাসরি সাভারের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার দুপুরে দীর্ঘ দেড় যুগ পর সপরিবারে দেশে ফেরেন তারেক রহমান। বিমানবন্দরে তাঁকে বরণ করে নেন দলের লাখ লাখ কর্মী-সমর্থক। ফিরে এসেই তিনি প্রথমে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তাঁর মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত