ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২
আইসিসির ব্যাপারে যুক্তরাষ্ট্রকে ইইউ’র কড়া বার্তা
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) চার বিচারকের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একই সঙ্গে আদালতের প্রতি ‘পূর্ণ সমর্থন’ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাটি। খবর আল জাজিরার।
গাজায় সম্ভাব্য যুদ্ধাপরাধের অভিযোগে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং আফগানিস্তানে মার্কিন সেনাদের বিরুদ্ধে তদন্ত চালানোর পরিপ্রেক্ষিতে এ নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (৫ জুন) এ ঘোষণা দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
নিষেধাজ্ঞার আওতায় আসা চার বিচারক হলেন—উগান্ডার সোলোমি বালুঙ্গি বোসা, পেরুর লুজ দেল কারমেন ইবানেজ কারানজা, বেনিনের সোফি আলাপিনি গ্যানসো এবং স্লোভেনিয়ার বেটি হোহলার।
আইসিসি এই পদক্ষেপকে তাদের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ হিসেবে উল্লেখ করেছে। আদালত জানিয়েছে, বিশ্বের লাখো নির্যাতিত মানুষের কাছে এটি ন্যায়বিচারের প্রতীক।
ইইউ কমিশনের প্রধান উরসুলা ভন ডার লেইন বলেন, আইসিসির স্বাধীনতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। কারণ, এই আদালত আন্তর্জাতিক অঙ্গনে গুরুতর অপরাধের বিচার করে এবং ভুক্তভোগীদের কণ্ঠস্বর তুলে ধরে।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ভলকার টুর্ক বিচারকদের ওপর নিষেধাজ্ঞাকে আইনের শাসনের পরিপন্থী উল্লেখ করে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।
ইইউ কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা আইসিসিকে আন্তর্জাতিক ন্যায়বিচারের ‘মূলভিত্তি’ হিসেবে অভিহিত করে আদালতের স্বাধীনতা রক্ষার আহ্বান জানান।
বিচারক বোসা ও ইবানেজ ২০১৮ সাল থেকে আইসিসিতে দায়িত্ব পালন করছেন এবং ২০২০ সালে আফগানিস্তানে মার্কিন সেনাদের বিরুদ্ধে তদন্ত অনুমোদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। যদিও ২০২১ সালে আদালত সেই তদন্তের ফোকাস পরিবর্তন করে তালেবান ও আফগান বাহিনীর অপরাধের দিকে মনোযোগ দেয়।
২০২৩ সালের নভেম্বরে আইসিসি নেতানিয়াহু, সাবেক প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্ট এবং হামাস নেতা ইব্রাহিম আল মাসরির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। যুক্তরাষ্ট্রের দাবি, বিচারক আলাপিনি গ্যানসো ও হোহলার এই সিদ্ধান্তে সম্পৃক্ত ছিলেন।
উল্লেখ্য, ২০২০ সালেও ট্রাম্প প্রশাসন আইসিসির তৎকালীন প্রধান কৌঁসুলি ফাতু বেনসৌদার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল। চলতি বছর মার্কিন প্রতিনিধি পরিষদ আইসিসির বিরুদ্ধে আরও শাস্তিমূলক পদক্ষেপের পক্ষে ভোট দেয়, যা নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদস্বরূপ গৃহীত হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ‘নো ডিভিডেন্ড’ ঘোষণার পর শেয়ার দামে রেকর্ড দৌড়
- ইপিএস প্রকাশ করেছে বিএটিবিসি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে একমি পেস্টিসাইডস
- শেয়ারবাজারে ২৭৫ কোটি টাকা আত্মসাত, ৯ বিদেশির দেশত্যাগে নিষেধাজ্ঞা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মনোস্পুল বিডি
- শেয়ারবাজারে তালিকাভুক্তির নিয়মে আসছে যুগান্তকারী পরিবর্তন