ঢাকা, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২

বিতর্কের মুখে পোশাকবিধির নির্দেশনা প্রত্যাহার করল বাংলাদেশ ব্যাংক

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ২৪ ১২:০৫:৫৫
বিতর্কের মুখে পোশাকবিধির নির্দেশনা প্রত্যাহার করল বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য সম্প্রতি জারি করা নতুন পোশাকবিধি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। কেউ কেউ এটিকে প্রয়োজনীয় উদ্যোগ হিসেবে দেখালেও অনেকেই একে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ ও লিঙ্গবৈষম্যের নজির বলে উল্লেখ করেন।

এই বিতর্কের প্রেক্ষিতে বৃহস্পতিবার (২৪ জুলাই) গভর্নর আহসান এইচ মনসুরের নির্দেশে বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট নির্দেশনা প্রত্যাহার করে নেয়। ব্যাংকের অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, পেশাগত পরিবেশে শালীন ও মার্জিত পোশাক পরিধানের পরামর্শ বিষয়ে কিছু বিভাগীয় সভায় আলোচনা হয়। তবে এটি ছিল নিছক অভ্যন্তরীণ পরামর্শ এবং কোনো নীতিগত সিদ্ধান্ত কিংবা অফিসিয়াল সার্কুলার হিসেবে জারি করা হয়নি।

গভর্নর বিদেশে অবস্থানকালীন গণমাধ্যমে বিষয়টি প্রচার হলে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং তাৎক্ষণিকভাবে নির্দেশনা প্রত্যাহারের আদেশ দেন।

এর আগে ২১ জুলাই মানবসম্পদ বিভাগ-২ একটি মাসিক সভায় পোশাকসংক্রান্ত কিছু সিদ্ধান্ত নেয়। সেখানে পুরুষদের জন্য ফরমাল শার্ট ও প্যান্ট এবং নারীদের জন্য শাড়ি বা সালোয়ার-কামিজ ও সাদামাটা হিজাব পরিধানের পরামর্শ দেওয়া হয়। জিনস, গ্যাবার্ডিন, শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষিদ্ধ করার কথাও বলা হয়। তবে এটি একটি বিভাগীয় আলোচনার অংশ ছিল, সার্বিক নীতিমালায় অন্তর্ভুক্ত হয়নি।

নির্দেশনায় আরও উল্লেখ ছিল অফিস আচরণ, যৌন হয়রানির অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নীতিমালা ও দাপ্তরিক শৃঙ্খলার দিকেও গুরুত্ব দেওয়ার কথা। এসব বিষয় বাস্তবায়নের জন্য প্রতিটি ইউনিটে একজন কর্মকর্তা মনোনীত করার নির্দেশও দেওয়া হয় যিনি নির্দেশনা পরিপালনের তদারকি করবেন।

নতুন পোশাকবিধি নিয়ে জনসাধারণের প্রতিক্রিয়া ছিল মিশ্র। কেউ সিদ্ধান্তকে সাধুবাদ জানালেও অনেকেই একে মৌলিক অধিকার লঙ্ঘন এবং অপ্রয়োজনীয় হস্তক্ষেপ হিসেবে দেখেছেন।

বুধবার (২৩ জুলাই) দিবাগত রাতে নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, এটি ছিল পরামর্শমূলক একটি উদ্যোগ যার উদ্দেশ্য ছিল পোশাকের বৈচিত্র্য কমিয়ে পারস্পরিক বোঝাপড়া বাড়ানো। তিনি আশ্বস্ত করেন বোরকা বা হিজাব পরিধানে কোনো বাধা দেওয়া হয়নি এবং অফিসে কারো স্বাধীনতা খর্ব হবে না।

তবে শেষপর্যন্ত বিতর্ক থামাতে নির্দেশনাটি বাতিল করার সিদ্ধান্ত নেয়া হয়।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত