ঢাকা, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২
মাইলস্টোন ট্র্যাজেডি : নিহতদের পরিবারের খোঁজ নিচ্ছেন তারেক রহমান

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুত ও মানবিক পদক্ষেপ গ্রহণ করেছেন। দুর্ঘটনার পরপরই লন্ডন থেকে সার্বক্ষণিক খোঁজখবর নেওয়ার পাশাপাশি দলের সিনিয়র নেতাদের হাসপাতালে ও ঘটনাস্থলে যেতে নির্দেশ দেন তিনি। বর্তমানে নিহতদের পরিবারের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছেন তারেক রহমান।
দলের বিভিন্ন স্তরের নেতাদের মাধ্যমে নিহত পরিবারের খোঁজ নেওয়া হচ্ছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার উত্তরা দিয়াবাড়ির তারারটেক এলাকায় একই পরিবারের তিন শিক্ষার্থী আরিয়ান, হুমায়রা ও বাপ্পির কবর জিয়ারত করেন। এ সময় তিনি তাদের পরিবারের সদস্যদের সান্ত্বনা জানান। পাশাপাশি তিনি শহীদ জুনায়েদ ও শারিয়ারের কবরেও শ্রদ্ধা জানান।
আজ শুক্রবার নিহত এবি শামীমের পরিবারে যাবেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। একইদিন শহীদ সারিয়া আকতারের বাসায় যাবেন ইকবাল হাসান মাহমুদ টুকু এবং শহীদ শিক্ষক মাহেরীন চৌধুরীর কবর জিয়ারত করতে নীলফামারী যাবেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। রোববার মাহেরীন চৌধুরীর উত্তরা ১৩ নম্বর সেক্টরের বাসায় যাবেন মির্জা আব্বাস।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যায়ক্রমে দলের সিনিয়র নেতারা সব শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন।
এদিকে দুর্ঘটনার দিন ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে পেশাজীবী সমাবেশে প্রধান অতিথি ছিলেন তারেক রহমান। দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি সমাবেশ সংক্ষিপ্ত করেন এবং দলীয় বেশ কিছু পূর্বনির্ধারিত কর্মসূচি স্থগিত করেন।
স্থগিতকৃত কর্মসূচির মধ্যে রয়েছে- জাতীয়তাবাদী কৃষক দলের র্যালি, মহিলা দলের ফ্যাসিবাদবিরোধী অনুষ্ঠান, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান কর্মসূচির অংশ হিসেবে গান পরিবেশন বন্ধ রাখা, আলোচনা সভায় নিহতদের জন্য দোয়া ও আহতদের সুস্থতা কামনা।
তারেক রহমান কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামকে দ্রুত উদ্ধারকারী দল ও অ্যাম্বুলেন্সসহ দুর্ঘটনাস্থলে পাঠানোর নির্দেশ দেন। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও মেডিকেল ছাত্রদলকে রক্তদান ও সহায়তামূলক কর্মসূচি পরিচালনার নির্দেশ দেওয়া হয়।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সর্বশেষ বৈঠকে নিহত ছাত্রছাত্রী ও পাইলটের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের আশু সুস্থতা কামনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন তারেক রহমান।
এদিকে দুর্ঘটনা-পরবর্তী চিকিৎসা ও সহায়তা কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীরকে।
দলের পক্ষ থেকে জানানো হয়, নেতাকর্মীদের আহতদের পাশে দাঁড়াতে ও রক্ত সংকট মোকাবেলায় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন তারেক রহমান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে দ্রুত মুনাফা তোলার ৫টি ট্রেডিং টিপস
- এক হাজার কোটি টাকার মামলায় শিবলী রুবাইয়াত গ্রেপ্তার
- তালিকাচ্যুতির ঝুঁকিতে অলিম্পিক এক্সেসরিজ
- সাবেক কর্মীদের ১৮২৩ কোটি টাকা আটকে রেখেছে ম্যারিকো
- এক বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় ৫ কোম্পানি
- রবির মাধ্যমে দেশে আসছে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট
- সর্বোচ্চ চাহিদায় নাগালের বাইরে ১৪ প্রতিষ্ঠান
- শেয়ার কারসাজিতে ১২ জনকে সাড়ে ৩ কোটি টাকা জরিমানা
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারে মিডল্যান্ড ব্যাংকের নতুন যাত্রা
- সর্বনিম্ন দামে আটকে গেল ৭ কোম্পানির শেয়ার
- নতুন উচ্চতায় অগ্রসর হচ্ছে দেশের শেয়ারবাজার
- মুনাফা বাড়াতে নতুন পরিকল্পনা: ঘুরে দাঁড়াচ্ছে হাক্কানী পাল্প
- চার জেডের শেয়ারে বিনিয়োগকারীদের সর্বোচ্চ আস্থা
- শেয়ারবাজারের বিনিয়োগকারীদের মাথাব্যথার ১১ শেয়ার