ঢাকা, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২

চার বন্দরে সতর্ক সংকেত

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ২৪ ১১:১০:৪৮
চার বন্দরে সতর্ক সংকেত

উত্তর বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় সৃষ্ট লঘুচাপের কারণে দেশের চারটি সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে দেওয়া সতর্কবার্তায় জানানো হয়, উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে। এর ফলে ওই এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে এবং দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি এসে সতর্কভাবে চলাচল করতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত