ঢাকা, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২
হাসিনার প্রাণঘাতী শক্তি প্রয়োগের ভয়ংকর চিত্র আলজাজিরার অনুসন্ধানে
.jpg)
২০২৪ সালের জুলাইয়ে ছাত্র আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশে প্রাণঘাতী শক্তি ব্যবহৃত হয়েছিল বলে বিস্ফোরক দাবি তুলেছে আলজাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিট। সম্প্রতি প্রকাশিত এক অনুসন্ধানী প্রামাণ্যচিত্রে গোপনে রেকর্ড করা একাধিক ফোনালাপ তুলে ধরা হয়েছে। এতে শেখ হাসিনাকে আন্দোলনকারীদের বিরুদ্ধে ‘ওপেন ফায়ারের’ নির্দেশ দিতে শোনা যায়।
প্রকাশিত রেকর্ডিংয়ে শেখ হাসিনা ছাত্রদের ওপর সরাসরি গুলি চালানোর নির্দেশ দিয়ে বলেন, “আমি তো পুরোপুরি ওপেন অর্ডার দিয়ে দিয়েছি... এখন ওরা মারবে যেখানে পাবে সেখানে গুলি করবে। আমি তো এতদিন থামিয়ে রেখেছিলাম।” আরেকটি কলালাপে আন্দোলন দমন নিয়ে বলেন, “যেখানে জটলা দেখছে সেটি ওপর থেকে—এখন তো ওপর থেকেই হচ্ছে।”
প্রামাণ্যচিত্র অনুযায়ী, তিন সপ্তাহব্যাপী সেই সহিংসতায় নিরাপত্তা বাহিনী ৩০ লাখের বেশি রাউন্ড গুলি চালায়। এতে প্রায় ১,৫০০ মানুষ নিহত ও ২৫ হাজারের বেশি আহত হয় বলে দাবি করা হয়েছে।
আন্দোলনের এক পর্যায়ে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের মৃত্যু ঘিরে আরও একটি গুরুত্বপূর্ণ ইস্যু সামনে আসে।
আলজাজিরার অনুসন্ধান বলছে, সরকার ঘটনাটি ধামাচাপা দিতে চেষ্টা করে। আবু সাঈদের ময়নাতদন্ত রিপোর্ট পাঁচবার পরিবর্তন করা হয় যাতে গুলির আলামত মুছে ফেলা যায়। এ প্রক্রিয়ায় শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান সরাসরি সংশ্লিষ্ট ছিলেন বলে দাবি করা হয়। পরে পরিস্থিতি সামাল দিতে নিহত ছাত্রের পরিবারকে শেখ হাসিনার সঙ্গে দেখা করিয়ে রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হয়।
আলজাজিরা আরও দাবি করে, আন্দোলনের চিত্র আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে পড়া ঠেকাতে সরকার ইচ্ছাকৃতভাবে দেশের ইন্টারনেট বন্ধ করে দেয়। গোপন নথি ও প্রযুক্তি বিশ্লেষণ থেকে তারা এ তথ্য পেয়েছে।
অন্যদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে ফোনালাপগুলোকে ভুয়া ও সম্পূর্ণ সাজানো বলা হয়েছে। দলটির দাবি, শেখ হাসিনা কখনোই প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেননি। ১৮ জুলাইয়ের কথোপকথনের কোনো সত্যতা নেই বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। আবু সাঈদের পরিবারের আতঙ্ক নিয়ে তারা দুঃখ প্রকাশ করলেও প্রধানমন্ত্রী ওই ঘটনায় নিরপেক্ষ তদন্তে আগ্রহী ছিলেন বলেও দাবি করা হয়।
ইন্টারনেট বন্ধের বিষয়ে সরকারের ব্যাখ্যা এই যে, আন্দোলনের সময় ‘ভাঙচুরে’ ইন্টারনেট অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় তা সাময়িকভাবে বিচ্ছিন্ন ছিল।
এই অনুসন্ধানকে ঘিরে জাতীয় ও আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। শেখ হাসিনার শাসনামলে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে আলোচনা ফের সামনে এসেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- যারা বৃত্তি পাবে না, তাদের জন্য পার্ট-টাইম জবের চিন্তা-ভাবনা
- ডিভিডেন্ড-ইপিএস ঘোষণার তারিখ জানাল ১৯ কোম্পানি
- বহুজাতিক কোম্পানির ‘এ’ ক্যাটাগরিতে প্রত্যাবর্তন
- ডিভিডেন্ড-ইপিএস ঘোষণার তারিখ জানাল ১২ কোম্পানি
- এক কোম্পানির দাপটেই চাঙা শেয়ারবাজার
- শেয়ারবাজারের উত্থান কি টেকসই হবে? বিশ্লেষকরা যা বলছেন
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- ২২ জুলাই : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা, এনসিপির সকল কার্যক্রম স্থগিত
- শেয়ারবাজারে চমক দেখাল দুই বহুজাতিক কোম্পানি
- সর্বোচ্চ চাহিদার শীর্ষে ৪ কোম্পানির শেয়ার
- চাহিদার তুঙ্গে ১০ কোম্পানির শেয়ার
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন বৃত্তির সাক্ষাৎকার নিয়ে নতুন নির্দেশনা
- ৬ জায়গায় হবে ডাকসুর ভোটগ্রহণ
- পাঁচ কোম্পানির শেয়ারে বেড়েছে বিদেশি বিনিয়োগ