ঢাকা, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

ঢাবি প্রযুক্তি ইউনিটে ভর্তির দ্বিতীয় মনোনয়ন প্রকাশ

২০২৫ জুলাই ২৪ ১০:৩৬:০৬

ঢাবি প্রযুক্তি ইউনিটে ভর্তির দ্বিতীয় মনোনয়ন প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রযুক্তি ইউনিটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের জন্য দ্বিতীয় ধাপে (প্রথম মাইগ্রেশন) বিষয় ও প্রতিষ্ঠান মনোনয়ন প্রকাশ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, মনোনীত শিক্ষার্থীদের ২৭ জুলাইয়ের মধ্যে অনলাইনে প্রাথমিক ভর্তি নিশ্চায়ন ফি পরিশোধ করতে হবে।

ভর্তি নিশ্চায়নের জন্য প্রার্থীকে ৩ হাজার টাকা অফেরতযোগ্য ফি এবং অটোমাইগ্রেশন বন্ধ রাখতে চাইলে অতিরিক্ত ৫০ টাকা পরিশোধ করতে হবে। এ প্রক্রিয়াটি অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে।

প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে লগইন করে মনোনীত বিষয় ও প্রতিষ্ঠান দেখতে পারবে। বিস্তারিত তথ্য জানতে প্রযুক্তি ইউনিটের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ অফিস কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসরণ করতে বলা হয়েছে।

প্রসঙ্গত, ভর্তি পরীক্ষার সময় যে ইমেইল ব্যবহার করা হয়েছিল সেই ইমেইলে আবেদন সংক্রান্ত এসআইএফ কোড পাঠানো হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত