ঢাকা, শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
স্বাধীন ফি’লিস্তিনের শর্তে ই’সলায়েলকে স্বীকৃতি দেবে মু’সলিম দেশ
.jpg)
বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া জানিয়েছে, তারা ইসরায়েলকে কূটনৈতিক স্বীকৃতি দিতে প্রস্তুত—তবে শর্ত সাপেক্ষে। তেল আবিবকে অবশ্যই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে হবে।
রবিবার এক ঘোষণায় ইন্দোনেশিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো বলেন, দ্বি-রাষ্ট্রীয় সমাধান ও ফিলিস্তিনের স্বাধীনতা—এটাই স্থায়ী শান্তির একমাত্র পথ। ইসরায়েলকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে তার নিরাপত্তাসহ টিকে থাকার অধিকার দেওয়া উচিত। তবে এ পথ বাস্তবায়নে তাদেরও ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে হবে।
সৌদি সংবাদমাধ্যম আরব নিউজ জানায়, জাকার্তায় সফররত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর পাশে দাঁড়িয়ে প্রাবোও এ কথা বলেন। তিনি আরও জানান, ইন্দোনেশিয়ার ইসরায়েলের সঙ্গে বর্তমানে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই এবং তাদের এখনো স্বীকৃতি দেওয়া হয়নি।
ইন্দোনেশিয়ার এমন অবস্থান আসে এমন এক সময়, যখন ইউরোপের একাধিক দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে শুরু করেছে।
সম্প্রতি মাল্টার প্রধানমন্ত্রী রবার্ট আবেলা ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন। আগামী ২০ জুন এক সম্মেলনের মাধ্যমে সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে।
তিনি বলেন, গাজায় প্রতিদিন যে মানবিক ট্র্যাজেডি হচ্ছে, তাতে আমরা নিরুত্তর থাকতে পারি না। এ সিদ্ধান্ত আমাদের নৈতিক দায়বদ্ধতার ফল।
এর আগে, ফ্রান্সও জানিয়েছে, তারা আগামী মাসগুলোতে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে প্রস্তুত। ফরাসি প্রেসিডেন্ট মাখোঁ বলেন, ফ্রান্স ও সৌদি আরবের যৌথ আয়োজনে একটি সম্মেলনে এ সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে।
ইউরোপে ইতোমধ্যেই স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। ২০১৪ সালে সুইডেন প্রথম ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ হিসেবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। এর আগে, ইউরোপীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত হওয়ার পূর্বে বুলগেরিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, সাইপ্রাস ও রোমানিয়াও একই ধরনের স্বীকৃতি দিয়েছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৩০ শতাংশ শেয়ার ধারণ: এক কোম্পানির শেয়ার কিনলেন উদ্যোক্তারা
- শেয়ারবাজারে বিস্ময়: এক লাখ টাকার শেয়ার ৮০ কোটি!
- বিনিয়োগকারীদের সর্বনাশ করেছে তালিকাভুক্ত দুই কোম্পানি
- বাংলাদেশের শেয়ারবাজারে দ্যুতি ছড়াচ্ছে ১৩ ‘বনেদি’ কোম্পানি
- মুনাফা থেকে লোকসানে তথ্য প্রযুক্তির দুই কোম্পানি
- শেয়ারবাজারের ১০ ব্যাংকে আমানত বেড়েছে ৩২ হাজার কোটি টাকা
- বড় আন্দোলনে নামছে ৩ 'দল'
- সত্যিই কি স্ট্রোক করেছেন মির্জা ফখরুল? যা জানা গেল
- মুনাফা বেড়েছে বিবিধ খাতের ৬ কোম্পানির
- ডিভিডেন্ড বেড়েছে শেয়ারবাজারের সাত ব্যাংকের
- ২৪ ঘণ্টায় করোনায় মৃ'ত্যু ৬
- ক্যাশ ফ্লো বেড়েছে ওষুধ খাতের ১৩ কোম্পানির
- ফেসবুক কমেন্টকে কেন্দ্র করে ঢাবি ছাত্রের আ-ত্ম-হ-ত্যা
- বস্ত্র খাতে মুনাফা বেড়েছে ২০ কোম্পানির
- মুনাফা বেড়েছে ১৮ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির