ঢাকা, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

যুক্তরাষ্ট্রে গু’লিবিদ্ধ হয়ে বাংলাদেশি নিহ’ত

ডুয়া নিউজ- প্রবাস
২০২৫ মে ২৭ ১৮:৩১:৪২
যুক্তরাষ্ট্রে গু’লিবিদ্ধ হয়ে বাংলাদেশি নিহ’ত

মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের ডেট্রয়েট শহরের বাংলাটাউনে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রবিবার মর্মান্তিক এই ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম আবদুল আহাদ। তিনি ডেট্রয়েটের ম্যাগডুগাল স্ট্রিটের বাসিন্দা শফিক আলীর ছেলে। আবদুল আহাদের গ্রামের বাড়ি বাংলাদেশের সুনামগঞ্জের বিশ্বনাথ উপজেলার দোহাল পীরেরবাড়ি গ্রামে।

জানা গেছে, ‘একটি গাড়ি আরেকটি গাড়িতে ধাক্কা লাগার ঘটনা রফাদফার জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। দোষী ব্যক্তিদের গ্রেপ্তারে ডেট্রয়েট পুলিশ মাঠে নেমেছে। তবে পুলিশের পক্ষ থেকে ঘটনার কারণ এখনো গণমাধ্যমে নিশ্চিত করা হয়নি।’

স্থানীয়রা জানান, ‘মাসুম আহমেদ গাড়ি চাপায় এবং তার চাচাতো ভাই রুমন আহমেদ ছুরিকাঘাতে আহত হয়েছেন। তারা ডেট্রয়েট হেনরিফোর্ড হাসপাতালে ভর্তি আছেন। দুজনের অবস্থা সংকটাপন্ন।’

মাসুম হ্যামট্রামিক শহরের বাসিন্দা এনাম উদ্দিন দৌলার পুত্র। আর রুমন একই শহরের আব্বাস উদ্দিনের ছেলে। তাদের গ্রামের বাড়ি বাংলাদেশের সিলেটের বিয়ানিবাজার উপজেলার গুলাটিকর গ্রামে।

পুলিশের বরাতে স্থানীয় গণমাধ্যম বলেছে, ‘এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। তবে আহত আরেক জনের নাম পরিচয় পাওয়া যায়নি।’

গতকাল সোমবার মাগরিবের নামাজের পর নিহত আবদুল আহাদের জানাজা সম্পন্ন হয়। ডেট্রয়েট শহরের মসজিদ নূরে অনুষ্ঠিত এই জানাজায় শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

জানাজার আগে বক্তব্য দেন মসজিদ নূরের ইমাম হাফেজ আবুবক্কর সিদ্দিকী এবং বাংলা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ সাহেদুল হক। তাঁরা ভবিষ্যতে কোনো সড়ক দুর্ঘটনা ঘটলে সালিশ বা ব্যক্তিগত সমঝোতার বদলে আইনের আশ্রয় নিতে কমিউনিটির সবাইকে আহ্বান জানান।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জবি শিক্ষার্থীদের জন্য সুখবর

জবি শিক্ষার্থীদের জন্য সুখবর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাস স্থাপনের সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা পরিকল্পনা মন্ত্রণালয়ের অনুমোদন পেয়েছে। বিষয়টি নিশ্চিত করে বুধবার (২৮ মে) বিশ্ববিদ্যালয়ের... বিস্তারিত