ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

লন্ডনে লোকাল বাসের অপেক্ষায় তারেক রহমান

ডুয়া নিউজ- প্রবাস
২০২৫ আগস্ট ০২ ১০:০৬:৩১
লন্ডনে লোকাল বাসের অপেক্ষায় তারেক রহমান

যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে লন্ডনে একটি লোকাল বাসস্টপে সাধারণ যাত্রীর মতো দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এই দৃশ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং প্রশংসাও কুড়িয়েছে নেটিজেনদের কাছ থেকে।

স্থানীয় সময় শুক্রবার সকালে লন্ডনের উত্তরাঞ্চলে একটি বাসস্টপে তারেক রহমানকে দেখা যায়। হালকা নীল শার্ট, খাকি প্যান্ট ও স্নিকার্সে স্বাভাবিক ও অনাড়ম্বর ভঙ্গিতে তিনি অপেক্ষা করছিলেন বাসের জন্য। হাতে মোবাইল ফোন, পাশে লাল বেঞ্চে বসে থাকা অবস্থায় তার ছবি ধারণ করা হয়।

পরবর্তীতে একটি লাল ডাবল-ডেকার বাস থামলে তিনি অন্য যাত্রীদের সঙ্গে উঠে পড়েন সেই বাসে। ঘটনাটির কয়েকটি ছবি বিএনপির মিডিয়া সেল সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে জানিয়েছে, তারেক রহমান যুক্তরাজ্যে বসবাসের সময় কোনো ভিআইপি সুবিধা নেন না। তিনি সাধারণ মানুষের মতো গণপরিবহন ব্যবহার করেনযা তার বিনয়ী মনোভাব, সহজ-সরল জীবনধারা এবং জনগণের সঙ্গে হৃদ্যতা বজায় রাখার স্পষ্ট দৃষ্টান্ত।

এমন আচরণ একজন রাজনৈতিক নেতার মধ্যে সচরাচর দেখা না গেলেও তারেক রহমানের এ সাধারণ জীবনযাপন অনেকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত