ঢাকা, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২
লিবিয়ায় পালিত হল জুলাই বিয়ন্ড বর্ডার্স
.jpg)
বাংলাদেশ দূতাবাস, লিবিয়া জুলাই বিয়ন্ড বর্ডার্স ও রেমিট্যান্স যোদ্ধা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে। ২৯ জুলাই, জাতীয় পর্যায়ে ঘোষিত ‘জুলাই পুনর্জাগরণ কর্মসূচির অংশ হিসেবে দূতাবাসে ফটোগ্রাফি ও গ্রাফিতি প্রদর্শনী এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
ত্রিপলীতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা ও তাদের পরিবারবর্গ স্বতঃস্ফূর্তভাবে আয়োজনে অংশ নেন। প্রথম পর্বে লিবিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার দূতাবাস চত্বরে আয়োজিত প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ঐতিহাসিক মুহূর্তগুলো আলোকচিত্র ও গ্রাফিতির মাধ্যমে তুলে ধরা হয়। প্রবাসীরা এসব চিত্রকে তরুণদের স্বপ্ন, সাহস, আত্মত্যাগ ও জনগণের ঐক্যের প্রতীক হিসেবে মূল্যায়ন করেন।
পরবর্তী আয়োজনে, দূতাবাসের হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। রাষ্ট্রদূতের সভাপতিত্বে আয়োজিত এ সভায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচনা করা হয়। এরপর প্রবাসীদের ভূমিকা নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। আলোচনায় ত্রিপলীর বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ এবং পেশাজীবীরা আন্দোলনের পটভূমি, শহীদদের স্মৃতি, প্রবাসীদের অবদান ও বর্তমান প্রেক্ষাপটে এর তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন। তারা জুলাই স্পিরিট ধারণ করে একটি কল্যাণমুখী বাংলাদেশ গড়ার আহ্বান জানান।
রাষ্ট্রদূত তাঁর সমাপনী বক্তব্যে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের সম্মিলিত জাগরণ, যার সঙ্গে প্রবাসীরাও ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন। তিনি সরকারের প্রবাসীবান্ধব উদ্যোগ এবং প্রবাসীদের অধিকার সুরক্ষায় বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন। একইসঙ্গে একটি বৈষম্যহীন, মানবিক ও ন্যায়ের বাংলাদেশ গঠনে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের সমাপ্তিতে আন্দোলনের শহীদ ও সাম্প্রতিক উত্তরার বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এক কোম্পানির দাপটেই চাঙা শেয়ারবাজার
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় আশুগঞ্জ পাওয়ার স্টেশন
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- চাহিদার তুঙ্গে ১০ কোম্পানির শেয়ার
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন বৃত্তির সাক্ষাৎকার নিয়ে নতুন নির্দেশনা
- এক বহুজাতিকের ধাক্কায়ই কেঁপে উঠল শেয়ারবাজার
- চলতি সপ্তাহে আসছে ৬৫ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- শেয়ারবাজারে চলছে বহুজাতিক কোম্পানির ডিভিডেন্ড উৎসব
- সাত কোম্পানিতে বিনিয়োগ বেড়েছে উদ্যোক্তা পরিচালকদের
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ঢাবির হলে ধূমপায়ীদের সিট না দেওয়ার ঘোষণা; প্রশংসায় ভাসছেন প্রভোস্ট
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ইপিএস প্রকাশ করার তারিখ জানাল ১৫ প্রতিষ্ঠান
- স্টক ডিভিডেন্ড পেল ৩ কোম্পানির বিনিয়োগকারীরা