ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

ডিভিডেন্ড ঘোষণা করেছে ৭ প্রতিষ্ঠান

ডুয়া নিউজ- শেয়ারবাজার
২০২৫ আগস্ট ০২ ১৩:১৭:৩৫
ডিভিডেন্ড ঘোষণা করেছে ৭ প্রতিষ্ঠান

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৭ প্রতিষ্ঠান ডিভিডেন্ড ঘোষণা করেছে। প্রতিষ্ঠানগুলো হলো- সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, ম্যারিকো, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, প্রগতী লাইফ ইন্স্যুরেন্স, ক্যাপিটেক গ্রামীন ব্যাংক গ্রোথ ফান্ড এবং ক্যাপিটেক পপুলার লাইফ ইউনিট ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি

কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আগের বছর ২০২৩ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৫ পয়সা। একই সময় কোম্পানিটির ক্যাশ ফ্লো হয়েছে ২৯ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৮ টাকা ৩১ পয়সা।

আগামী ২৫ সেপ্টেম্বর, বেলা সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ আগস্ট।

ম্যারিকো বাংলাদেশ

কোম্পানিটি ৩০ জুন, ২০২৫ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ৬০০ শতাংশ অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ আগস্ট।

আগের বছর ২০২ সালে একই সময়ে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০০০ শতাংশ অন্তর্বর্তী ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

সোনালী লাইফ ইন্স্যুরেন্স

কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৯ পয়সা।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ৫৫ টাকা ২৮ পয়সা।

আগামী ৩১ আগস্ট বেলা সাড়ে ১১টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ আগস্ট।

ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স

কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ৩৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আগের বছর ২০২৩ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৩৮শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

আগামী ৩০ সেপ্টেম্বর, দুপুর ১২টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ আগস্ট।

প্রগতি লাইফ ইন্সুরেন্স

কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আগের বছর ২০২৩ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। ২০২২ সালে দিয়েছিল ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড। এটি কোম্পানিটির আর্থিক স্থিতিশীলতা এবং শেয়ারহোল্ডারদের প্রতি দায়বদ্ধতার শক্তিশালী প্রতিফলন।

আগামী ১৪ সেপ্টেম্বর, রবিবার বেলা ১২টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ আগস্ট।

ক্যাপিটেক পপুলার লাইফ ইউনিট ফান্ড

ফান্ডটি ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ২.৮০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছে ২৯ পয়সা।

আলোচ্য বছরে ফান্ডটির ইউনিপ্রতি সম্পদমূল্য (এনএভি) ৯ টাকা ৬১ পয়সা।

ফান্ডটির ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছিল ২৯ জুন।

ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড

ফান্ডটি ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ৩.৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছে ৩৪ পয়সা। একই সময়ে ইউনিট প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ১ টাকা ৫ পয়সা।

আলোচ্য বছরে ফান্ডটির ইউনিপ্রতি সম্পদমূল্য (এনএভি) ৯ টাকা ৬১ পয়সা।

ফান্ডটির ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ আগস্ট।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত