ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

যে কারণে ৬৩ আসন খালি রেখে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি

২০২৫ নভেম্বর ০৩ ২৩:১৭:৪০

যে কারণে ৬৩ আসন খালি রেখে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বাকি ৬৩টি আসনের মধ্যে ৪০টি যুগপৎ আন্দোলনের শরিকদের জন্য ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। অন্যদিকে ২৩টি আসনে প্রার্থী ঘোষণা করা হবে পরে। তবে আসন ভাগাভাগি নিয়ে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে সমঝোতা হলে এ হিসাব পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে বিএনপির একাধিক সূত্র।

সোমবার (০৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থী তালিকা ঘোষণার পর বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

দলীয় সূত্র জানায়, এবার প্রার্থী তালিকা চূড়ান্তে তিনটি আলাদা জরিপের ফলাফলকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। একই সঙ্গে গত এক মাস ধরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির তিন নেতা— নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ ও ডা. এ জেড এম জাহিদ হোসেন সারাদেশের মনোনয়ন প্রত্যাশীদের প্রেক্ষাপট যাচাই করে একটি খসড়া তালিকা তৈরি করেন।

এরপর সেই জরিপের ফলাফল ও পর্যালোচনার ভিত্তিতে ২৬০টি আসনের একটি প্রাথমিক তালিকা প্রস্তুত করা হয়। সোমবার বেলা ১২টা থেকে তিন ঘণ্টাব্যাপী স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা শেষে ২৩৭টি আসনের প্রার্থী নাম চূড়ান্ত করা হয়।

তবে বাকি ২৩টি আসনের প্রার্থী নিয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেনি স্থায়ী কমিটি। এসব আসনে শিগগিরই প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে জানা গেছে।

বিএনপি ঘোষণায় কয়েকটি আসনে প্রার্থী চূড়ান্ত না করে স্থগিত রেখেছে ঘোষণা। সেগুলো হলো—ঠাকুরগাঁও-২, দিনাজপুর-৫, নীলফামারী-১, নীলফামারী-৩, লালমনিরহাট-২, বগুড়া-২, নওগাঁ-৫, নাটোর-৩, সিরাজগঞ্জ-১, পাবনা-১, ঝিনাইদহ-১, ঝিনাইদহ-২, ঝিনাইদহ-৪, যশোর-৫, নড়াইল-২, বাগেরহাট-১, বাগেরহাট-২, বাগেরহাট-৩, খুলনা-১, পটুয়াখালী-২, পটুয়াখালী-৩, বরিশাল-৩, ঝালকাঠি-১, পিরোজপুর-১, টাঙ্গাইল-৫, ময়মনসিংহ-৪, ময়মনসিংহ-১০, কিশোরগঞ্জ-১, কিশোরগঞ্জ-৫, মানিকগঞ্জ-১, মুন্সীগঞ্জ-৩, ঢাকা-৭, ঢাকা-৯, ঢাকা-১০, ঢাকা-১৩, ঢাকা-১৭, ঢাকা-১৮, ঢাকা-২০, গাজীপুর-১, গাজীপুর-৬, নরসিংদী-৩, নারায়ণগঞ্জ-৪, রাজবাড়ী-২, ফরিদপুর-১, মাদারীপুর-২, সুনামগঞ্জ-২, সুনামগঞ্জ-৪, সিলেট-৪, সিলেট-৫, হবিগঞ্জ-১, ব্রাহ্মণবাড়িয়া-২, ব্রাহ্মণবাড়িয়া-৬, কুমিল্লা-২, কুমিল্লা-৭, লক্ষীপুর-১, লক্ষীপুর-৪, চট্টগ্রাম-৩, চট্টগ্রাম-৬, চট্টগ্রাম-৯, চট্টগ্রাম-১১, চট্টগ্রাম-১৪, চট্টগ্রাম-১৫ ও কক্সবাজার-২।

এএসএম/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত