ঢাকা, সোমবার, ৪ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২
ইয়ামাল জাদুতে ২ ম্যাচ বাকি থাকতেই শিরোপা জিতল বার্সেলোনা
.jpg)
ডুয়া ডেস্ক: এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদকে হারিয়ে লা লিগার শিরোপা পুনরুদ্ধারের দ্বারপ্রান্তে পৌঁছেছিল বার্সেলোনা। বাকি ছিল মাত্র ২ পয়েন্টের ব্যবধান। আরসিডিই স্টেডিয়ামে এস্পানিওলের বিপক্ষে বৃহস্পতিবার (১৫ মে) রাতে ২-০ গোলের জয় দিয়ে সেই শিরোপাই নিশ্চিত করল কাতালানরা। ম্যাচের নায়ক ১৭ বছর বয়সী লামিনে ইয়ামাল, একটি গোল নিজে করেছেন, আরেকটি অ্যাসিস্ট করেছেন। তার দুর্দান্ত নৈপুণ্যে বার্সা নিজেদের ইতিহাসের ২৮তম লা লিগা শিরোপা ঘরে তুলল।
প্রথমার্ধে কিছুটা গুছিয়ে উঠতে পারেননি ইয়ামাল। তবে দ্বিতীয়ার্ধে নিজের সামর্থ্যের পুরোটা তুলে ধরেন তিনি। ম্যাচের ৫৩তম মিনিটে দানি অলমোর সঙ্গে বল আদান-প্রদান শেষে একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে পোস্টের নিচ দিয়ে বল জালে জড়ান এই স্প্যানিশ তরুণ। এরপর ম্যাচের ৮০তম মিনিটে প্রতিপক্ষ ডিফেন্ডার লিয়ান্দ্রো ক্যাবরেরা ইয়ামালের পেটে আঘাত করে লাল কার্ড দেখেন। এতে ১০ জনের দলে পরিণত হয় এস্পানিওল। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে ইয়ামালের বাড়ানো পাস থেকেই বদলি খেলোয়াড় ফার্মিন লোপেজ গোল করে দলের জয় নিশ্চিত করেন।
এই জয়ে বার্সেলোনা ৩৬ ম্যাচে ৮৫ পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত করেছে। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সংগ্রহ সমান ম্যাচে ৭৮ পয়েন্ট। গত মৌসুমে শিরোপা জেতা রিয়াল এবার দ্বিতীয়স্থানেই থেমে গেল। কাতালানদের এই পুনরুদ্ধারকে সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছে কার্লো আনচেলত্তির দল।
লিগের এই সাফল্যের মধ্য দিয়ে হ্যান্সি ফ্লিক নিজের প্রথম মৌসুমেই ঘরোয়া ট্রেবল (সুপারকোপা, কোপা দেল রে ও লা লিগা) জিতলেন বার্সেলোনাকে নিয়ে, তাও তিনটিতেই প্রতিপক্ষ ছিল রিয়াল মাদ্রিদ। অন্যদিকে ইয়ামাল ৫৩ ম্যাচে ১৭ গোল ও ২৫টি অ্যাসিস্টের পাশাপাশি মাত্র ১৭ বছর বয়সেই ক্লাব ও জাতীয় দল মিলিয়ে জিতলেন নিজের পঞ্চম শিরোপা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে আসছে রাষ্ট্র ও বহুজাতিক ১৫ কোম্পানি
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
- ডিএনসিসির শিক্ষাবৃত্তি পাবে ২ হাজার শিক্ষার্থী
- স্কয়ার ফার্মার বাজার মূলধনে নতুন মাইলফলক
- শেয়ারবাজারে বড়দের দাপট, ছোটদের পিছুটান
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৪ প্রতিষ্ঠান
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৭ প্রতিষ্ঠান
- বিকালে আসছে ১০ কোম্পানির ইপিএস
- বিকালে আসছে ২১ কোম্পানির ইপিএস
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১২ কোম্পানি
- শিবলী রুবাইয়াত ও শেখ শামসুদ্দিন শেয়ারবাজারে অবাঞ্ছিত ঘোষণা