ঢাকা, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২
৪৫ বছরের নিষেধাজ্ঞা মুক্ত হচ্ছে সিরিয়া

ডুয়া ডেস্ক: বাসার আল আসাদের পতনের পর সিরিয়া শাসনের ভার নেন আহমদ আল-শারা। এর পর থেকে একের পর এক সিদ্ধান্ত নিতে থাকেন তিনি। যার জেরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার ওপর প্রায় ৪৫ বছর ধরে চলা অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। একে সিরিয়ার জন্য ‘নতুন যুগের সূচনা’ হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, “বর্তমান অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমদ আল-শারাকে তিনি ‘একজন শক্তিশালী নেতা’ হিসেবে দেখেন।”
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও সিরিয়ার নতুন নেতৃত্বের মধ্যে রিয়াদে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে শাফাক নিউজ।
এর আগে ১৯৭৯ সালে যুক্তরাষ্ট্র সিরিয়াকে ‘সন্ত্রাসবাদে সহায়তাকারী রাষ্ট্র’ হিসেবে আখ্যায়িত করে প্রথমবারের মতো নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর ২০০৪ সালে ‘সিরিয়া অ্যাকাউন্টেবিলিটি অ্যাক্ট’ পাসের মাধ্যমে এবং ২০১১ সালের গৃহযুদ্ধ শুরু হলে সেই নিষেধাজ্ঞা আরও কঠোরভাবে প্রয়োগ করা হয়। নিষেধাজ্ঞার মূল লক্ষ্য ছিলেন তৎকালীন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার পরিবার।
২০২০ সালে চালু হওয়া ‘সিজার আইন’ সিরিয়ার অর্থনীতির ওপর সবচেয়ে কঠোর প্রভাব ফেলে। এই আইনের ফলে দেশটির পুনর্গঠন কার্যক্রমে আন্তর্জাতিক সহায়তা প্রায় বন্ধ হয়ে যায় এবং বিদেশি বিনিয়োগও নিরুৎসাহিত হয়।
সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাহী আদেশের আওতায় থাকা কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছেন। তবে কংগ্রেস-অনুমোদিত যেমন ‘সিজার আইন’ এখনো বলবৎ রয়েছে, যা বাতিল বা পরিবর্তন করতে হলে কংগ্রেসের মাধ্যমে নতুন আইন পাস করতে হবে।
২০২৪ সালের শেষ দিকে বাশার আল-আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। তারা দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানিয়ে আসছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- কোম্পানি পুরোদমে উৎপাদনে, তারপরও শঙ্কায় বিনিয়োগকারীরা!
- বিও অ্যাকাউন্টের ফি নিয়ে বিনিয়োগকারীদের সুখবর দিল বিএসইসি
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- তালিকাভুক্ত কোম্পানির ১৫ লাখ শেয়ার কেনার ঘোষণা
- শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রথম ‘নো ডিভিডেন্ড’
- তদন্তের খবরে থামছে দুই কোম্পানির ঘোড়দৌড়
- বিমা আইন সংস্কার: বিনিয়োগ ও আস্থায় নতুন দিগন্ত
- ডেনিম উৎপাদন বাড়াতে এভিন্স টেক্সটাইলসের বড় পরিকল্পনা
- শেয়ারবাজারে রেকর্ড: বছরের সর্বোচ্চ দামে ১৭ কোম্পানি
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- আট কোম্পানির শেয়ার নিয়ে কাড়াকাড়ি
- পাকিস্তান-শ্রীলঙ্কার পথে এগোচ্ছে বাংলাদেশের শেয়ারবাজার
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- ব্যাখ্যা শুনতে ডাকা হচ্ছে শেয়ারবাজারের পাঁচ ব্যাংককে