ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২
৪৫ বছরের নিষেধাজ্ঞা মুক্ত হচ্ছে সিরিয়া
ডুয়া ডেস্ক: বাসার আল আসাদের পতনের পর সিরিয়া শাসনের ভার নেন আহমদ আল-শারা। এর পর থেকে একের পর এক সিদ্ধান্ত নিতে থাকেন তিনি। যার জেরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার ওপর প্রায় ৪৫ বছর ধরে চলা অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। একে সিরিয়ার জন্য ‘নতুন যুগের সূচনা’ হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, “বর্তমান অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমদ আল-শারাকে তিনি ‘একজন শক্তিশালী নেতা’ হিসেবে দেখেন।”
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও সিরিয়ার নতুন নেতৃত্বের মধ্যে রিয়াদে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে শাফাক নিউজ।
এর আগে ১৯৭৯ সালে যুক্তরাষ্ট্র সিরিয়াকে ‘সন্ত্রাসবাদে সহায়তাকারী রাষ্ট্র’ হিসেবে আখ্যায়িত করে প্রথমবারের মতো নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর ২০০৪ সালে ‘সিরিয়া অ্যাকাউন্টেবিলিটি অ্যাক্ট’ পাসের মাধ্যমে এবং ২০১১ সালের গৃহযুদ্ধ শুরু হলে সেই নিষেধাজ্ঞা আরও কঠোরভাবে প্রয়োগ করা হয়। নিষেধাজ্ঞার মূল লক্ষ্য ছিলেন তৎকালীন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার পরিবার।
২০২০ সালে চালু হওয়া ‘সিজার আইন’ সিরিয়ার অর্থনীতির ওপর সবচেয়ে কঠোর প্রভাব ফেলে। এই আইনের ফলে দেশটির পুনর্গঠন কার্যক্রমে আন্তর্জাতিক সহায়তা প্রায় বন্ধ হয়ে যায় এবং বিদেশি বিনিয়োগও নিরুৎসাহিত হয়।
সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাহী আদেশের আওতায় থাকা কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছেন। তবে কংগ্রেস-অনুমোদিত যেমন ‘সিজার আইন’ এখনো বলবৎ রয়েছে, যা বাতিল বা পরিবর্তন করতে হলে কংগ্রেসের মাধ্যমে নতুন আইন পাস করতে হবে।
২০২৪ সালের শেষ দিকে বাশার আল-আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। তারা দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানিয়ে আসছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে