ঢাকা, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২
৪৫ বছরের নিষেধাজ্ঞা মুক্ত হচ্ছে সিরিয়া

ডুয়া ডেস্ক: বাসার আল আসাদের পতনের পর সিরিয়া শাসনের ভার নেন আহমদ আল-শারা। এর পর থেকে একের পর এক সিদ্ধান্ত নিতে থাকেন তিনি। যার জেরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার ওপর প্রায় ৪৫ বছর ধরে চলা অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। একে সিরিয়ার জন্য ‘নতুন যুগের সূচনা’ হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, “বর্তমান অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমদ আল-শারাকে তিনি ‘একজন শক্তিশালী নেতা’ হিসেবে দেখেন।”
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও সিরিয়ার নতুন নেতৃত্বের মধ্যে রিয়াদে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে শাফাক নিউজ।
এর আগে ১৯৭৯ সালে যুক্তরাষ্ট্র সিরিয়াকে ‘সন্ত্রাসবাদে সহায়তাকারী রাষ্ট্র’ হিসেবে আখ্যায়িত করে প্রথমবারের মতো নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর ২০০৪ সালে ‘সিরিয়া অ্যাকাউন্টেবিলিটি অ্যাক্ট’ পাসের মাধ্যমে এবং ২০১১ সালের গৃহযুদ্ধ শুরু হলে সেই নিষেধাজ্ঞা আরও কঠোরভাবে প্রয়োগ করা হয়। নিষেধাজ্ঞার মূল লক্ষ্য ছিলেন তৎকালীন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার পরিবার।
২০২০ সালে চালু হওয়া ‘সিজার আইন’ সিরিয়ার অর্থনীতির ওপর সবচেয়ে কঠোর প্রভাব ফেলে। এই আইনের ফলে দেশটির পুনর্গঠন কার্যক্রমে আন্তর্জাতিক সহায়তা প্রায় বন্ধ হয়ে যায় এবং বিদেশি বিনিয়োগও নিরুৎসাহিত হয়।
সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাহী আদেশের আওতায় থাকা কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছেন। তবে কংগ্রেস-অনুমোদিত যেমন ‘সিজার আইন’ এখনো বলবৎ রয়েছে, যা বাতিল বা পরিবর্তন করতে হলে কংগ্রেসের মাধ্যমে নতুন আইন পাস করতে হবে।
২০২৪ সালের শেষ দিকে বাশার আল-আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। তারা দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানিয়ে আসছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বল্প মূল্যে কম্পিউটার স্কিল ট্রেনিং কোর্সে ভর্তির সুযোগ, আসন সীমিত
- ডুয়া নিউজের বিশেষ প্রতিযোগিতা, পুরস্কার ১ লক্ষ ৫০ হাজার টাকা!
- যারা বৃত্তি পাবে না, তাদের জন্য পার্ট-টাইম জবের চিন্তা-ভাবনা
- শেয়ারবাজারে তানিয়া শারমিন ও মাহবুব মজুমদার ৫ বছরের জন্য নিষিদ্ধ
- শেয়ারবাজারের ৩ প্রতিষ্ঠানের ২৯৬ কোটি টাকা মানি লন্ডারিং
- শেয়ারের অস্বাভাবিক দামের জন্য ডিএসইর সতর্কবার্তা
- ঢাবি অ্যালামনাই ও নিউ হরাইজন কানাডিয়ান স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- জুলাই স্মৃতি জাদুঘর: টেন্ডার ছাড়াই ১১১ কোটি টাকার কাজ পেল দুই প্রতিষ্ঠান
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তার
- ইপিএস ঘোষণার তারিখ জানাল দুই কোম্পানি
- ‘শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই’
- শেয়ারের অস্বাভাবিক দাম নিয়ে ডিএসইর সতর্কতা
- শেয়ার কারসাজিকারীদের শাস্তি ১০ বছর করার প্রস্তাব
- নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে: দুদু
- চাঙ্গা বাজারের নেপথ্যে চার স্টার শেয়ার