ঢাকা, রবিবার, ৩১ আগস্ট ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

কানাডার ম্যানিটোবায় জরুরি অবস্থা জারি

২০২৫ মে ২৯ ১৪:২২:১১

কানাডার ম্যানিটোবায় জরুরি অবস্থা জারি

কানাডার মধ্য ও পশ্চিমাঞ্চলে ভয়াবহ দাবানলের কারণে ম্যানিটোবা প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় বুধবার থেকেই প্রায় ১৭ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এদের মধ্যে ফ্লিন ফ্লন শহরের বাসিন্দারাও রয়েছেন।

ম্যানিটোবার প্রিমিয়ার ওয়াব কিনিউ এক সংবাদ সম্মেলনে জানান, এটি প্রদেশটির সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে বড় মানববসতি সরিয়ে নেওয়ার ঘটনা। বাস্তুচ্যুতদের উইনিপেগসহ বিভিন্ন শহরের ফুটবল মাঠ এবং কমিউনিটি সেন্টারে আশ্রয় দেওয়া হয়েছে। উদ্ধার তৎপরতায় প্রতিরক্ষা বাহিনীর সদস্যরাও অংশ নিচ্ছেন।

প্রিমিয়ার আরও বলেন, এই দুর্যোগ মোকাবেলায় প্রয়োজন সরকারের সব স্তরের সমন্বিত সহযোগিতা ও বিপুল পরিমাণ সম্পদ।

এদিকে দাবানলের প্রভাবে পাশ্ববর্তী আলবার্টা প্রদেশেও প্রভাব পড়েছে। সেখানে কিছু এলাকায় তেল ও গ্যাস উত্তোলন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তেল কোম্পানি সিনোভাস এনার্জি জানিয়েছে, আলবার্টার ফস্টার ক্রিক এলাকায় তাদের কিছু কর্মীকে সরিয়ে নেওয়া হয়েছে।

আলবার্টার উত্তরাঞ্চলের চিপেওইয়ান লেক এলাকায় প্রায় ২৯০০ হেক্টর জুড়ে দাবানল ছড়িয়ে পড়েছে যা তেলসমৃদ্ধ ফোর্ট ম্যাকমারির কাছাকাছি অবস্থিত। যদিও সরাসরি ঝুঁকি এখনো নেই বলে জানানো হয়েছে, তবে বাতাসের দিক পরিবর্তন হলে পরিস্থিতি খারাপ হতে পারে। তাই বাসিন্দাদের এক ঘণ্টার নোটিশে সরিয়ে নেওয়ার প্রস্তুতি রাখা হয়েছে।

এছাড়া স্বান হিলস শহরের উত্তরের আরেকটি দাবানলে প্রায় ১৬০০ হেক্টর এলাকা পুড়েছে এবং সোমবার রাতেই শহরটির প্রায় ১২০০ বাসিন্দাকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

কানাডায় দাবানলের ভয়াবহতা দিন দিন বাড়ছে। এর প্রভাব পড়ছে মানুষের জীবন, সম্পদ এবং দেশটির গুরুত্বপূর্ণ শিল্প খাতের ওপরও।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত