ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

বনানীতে ঢাবির সাবেক ছাত্রীর ম’রদেহ উদ্ধার

২০২৫ মে ২৯ ১৭:২৮:৪৯

বনানীতে ঢাবির সাবেক ছাত্রীর ম’রদেহ উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দর্শন বিভাগের সাবেক এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। ওই ছাত্রীর নাম নিশাত পুতুল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ সেশনের দর্শন বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি মেহেরপুর জেলায়।

তিনি অসুস্থতা ও হতাশাগ্রস্ত ছিলেন বলে জানায় পরিবারের সদস্যরা। গত মঙ্গলবার (২৭ মে) রাতে রাজধানী ঢাকার বনানীতে এ ঘটনা ঘটেছে।

পরিবার সূত্রে জানা গেছে, ‘নিশাত পুতুল দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। সর্বশেষ তিনি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। অসুস্থতার জন্য কিছুদিন আগেই সেই চাকরি ছেড়ে দেন। এরই মধ্যে তার মানসিক সমস্যার চিকিৎসা চলছিল। গত মঙ্গলবার রাত ১১টার দিকে ভাইয়ের বাসায় তার রুমের দরজা বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে কোন সাড়া না পেয়ে দরজা ভেঙে রুমে প্রবেশ করলে তার মৃতদেহ পায় স্বজনরা।’

আজ বৃহস্পতিবার (২৯ মে) বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ মেহেরপুর জেলা সদরের স্টেডিয়াম পাড়ায় নিজ বাড়ির উদ্দেশে নিয়ে যাওয়া হয়।

এদিকে নিশাত পুতুলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তার সহপাঠীরা। তারা বলেন, নিশাত আমার দেখা হাসিখুশি, প্রাণোচ্ছল মেয়েদের একজন। অনেকদিন ধরে যোগাযোগ নেই। দূর প্রবাস থেকে খবর পেলাম মেয়েটি আত্মহত্যা করেছে। ঘটনাটা ভীষণ পীড়া দিল। সাম্প্রতিক সময়ে আত্মহত্যার ঘটনা বেড়ে যাচ্ছে। তরুণদের মধ্যে এই প্রবণতা বেশি। মানসিক স্বাস্থ্যের বিষয়ে অভিভাবক এবং সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের যথাযোগ্য ভূমিকা রাখা উচিত বলে মনে করি।

আরেক সহপাঠী সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, “ফুটফুটে একটা মেয়ে ছিল পুতুল। কত সুন্দর, স্নিগ্ধ। কত স্মৃতি ওর সাথে! বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ইয়ার লাইফের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল পুতুল। শুনলাম তিনি আর আমাদের মধ্যে নেই। পৃথিবী ছেড়ে চলে গেছে।”

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত