ঢাকা, রবিবার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
নানামুখী চেষ্টার পরও ভেঙে পড়ছে দেশের শেয়ারবাজার

ডুয়া নিউজ : ধারাবাহিক দরপতন থেকে দেশের শেয়ারবাজারকে বের করে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সক্রিয় ভূমিকায় রয়েছে। এজন্য বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ, গুরুত্বপুর্ণ সিদ্ধান্ত নেয়াসহ শেয়ারবাজার সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের সঙ্গে বৈঠক পর্যন্ত করছে। কিন্তু তারপরও বাজারে স্থিতিশীলতা আসছে না। বাজার ১/২ দিন উর্ধ্বমুখী হলেও পরবর্তীতে দীর্ঘ ধারাবাহিকতায় লেনদেন হতে দেখা যাচ্ছে। গত সপ্তাহের শেষ কার্যদিবসেও দরপতন দিয়ে লেনদেন শেষ হয়েছিল। সেই ধারাবাহিকতায় আজও পতনের বৃত্তেই লেনদেন শেষ হয়েছে। তবে আজ সূচকের পতন হলেও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-তে টাকার অংকে লেনদেন বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৮.৬৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৪৬.৪২ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক ৯.৬৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৭.২৩ পয়েন্টে, আর ডিএসই-৩০ সূচক ২৩.৮০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭৫৩.২৯ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৭৭টির দর বেড়েছে, ২৭১টির দর কমেছে এবং ৫২টির অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ মোট ২৭৮ কোটি ২ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ২৫৩ কোটি ৫৪ লাখ ৫৩ হাজার টাকার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ২৪ কোটি ৪৮ লাখ ৪০ হাজার টাকা।
অন্যদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আজ ৪ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৭ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫০টির, কমেছে ১০৪টির এবং পরিবর্তন হয়নি ২৭টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ২৭৪ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ১৫ পয়েন্ট বেড়েছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিও হিসাবে ৫ লাখ টাকা নগদ জমা ও উত্তোলনের কথা ভাবছে বিএসইসি
- সরকারি কোম্পানি শেয়ারবাজারে আনার উদ্যোগ, তালিকায় ২১ প্রতিষ্ঠান
- ডিএসইর ব্রোকারেজ হাউজের নিবন্ধন বাতিল করল বিএসইসি
- বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগ নিয়ে মুখ খুললেন অর্থ উপদেষ্টা
- ‘এলাম পরামর্শ নিতে, পেলাম পদত্যাগের বার্তা’- বিএসইসি চেয়ারম্যানের ক্ষোভ
- মিউচ্যুয়াল ফান্ড ও পাবলিক রুলস ইস্যুতে টাস্কফোর্সের চূড়ান্ত সুপারিশ
- দশ হাজার কোটি ঋণের বোঝায় আইসিবি, প্রস্তাব বিশেষ তহবিলের
- দুর্বল ৬ শেয়ারে বিনিয়োগকারীদের হতাশা আরও বেড়েছে
- ‘সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রস্তাব প্রত্যাখ্যান
- শেয়ারবাজারের ৯ ব্যাংক এমডিবিহীন, নেতৃত্ব সংকট তীব্র
- ঢাকা অচলের ঘোষণা
- তিন কোম্পানির বোনাস ডিভিডেন্ডে বিএসইসির সম্মতি
- লোকসান থেকে মুনাফায় বস্ত্র খাতের চার কোম্পানি
- নানামুখী চেষ্টার পরও ভেঙে পড়ছে দেশের শেয়ারবাজার
- শেয়ারবাজারে ৬১৭টি বিও হিসাব স্থগিত