ঢাকা, বুধবার, ১৬ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
জুয়েলারি প্রতিষ্ঠান নিয়ে নতুন সিদ্ধান্ত বাজুসের
.jpg)
বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সহ-সভাপতি মো. রিপনুল হাসানকে গ্রেপ্তারের ঘটনায় সারাদেশের জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার সিদ্ধান্ত থেকে সরে এসেছে সংগঠনটি।
বৃহস্পতিবার (২৯ মে) বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, শুক্রবার (৩০ মে) থেকে দেশের সব জুয়েলারি দোকান যথারীতি খোলা থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাজুসের সহসভাপতি মো. রিপনুল হাসানকে ভুয়া রাজনৈতিক পরিচয় ব্যবহার করে দায়ের করা একটি মিথ্যা ও হয়রানি মূলক মামলায় গত ২৮ মে সন্ধ্যায় রাজধানীর তাঁতি বাজার থেকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে। অথচ তিনি কখনোই ওই রাজনৈতিক পদে ছিলেন না, এমনকি কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্তও নন।
এই গ্রেপ্তারের ঘটনায় সারাদেশের জুয়েলারি ব্যবসায়ীরা ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন। তারা দিনব্যাপী দোকান বন্ধ রেখে প্রতিবাদ সভা, মিছিল ও মানববন্ধনের মাধ্যমে প্রতিবাদ জানান। বাজুস কেন্দ্রীয় কমিটি সারাদেশের জুয়েলারি মালিকদের এই ঐক্যবদ্ধ অবস্থানের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে।
সংগঠনটি আরও জানিয়েছে, আসন্ন ঈদুল আজহা ও সুষ্ঠু তদন্তসাপেক্ষে ন্যায়বিচারের প্রত্যাশায় অনির্দিষ্টকালের জন্য দোকান বন্ধ রাখার কর্মসূচি স্থগিত করা হয়েছে। ফলে শুক্রবার থেকে সব দোকান খোলা থাকবে।
তবে, মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া রিপনুল হাসানকে অব্যাহতি না দিলে ও ন্যায়বিচার নিশ্চিত না হলে ভবিষ্যতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও সতর্ক করে বাজুস।
এর আগে ২৮ মে রাতে রিপনুল হাসানকে গ্রেপ্তারের প্রতিবাদে বাজুস দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য জুয়েলারি দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলতি সপ্তাহে বেক্সিমকোর ফ্লোর প্রাইস ওঠার সম্ভাবনা
- শেয়ারবাজারে তানিয়া শারমিন ও মাহবুব মজুমদার ৫ বছরের জন্য নিষিদ্ধ
- শেয়ারবাজারের ৩ প্রতিষ্ঠানের ২৯৬ কোটি টাকা মানি লন্ডারিং
- শেয়ারের অস্বাভাবিক দামের জন্য ডিএসইর সতর্কবার্তা
- শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যত গড়তে পাশে থাকবে ঢাবি অ্যালামনাই
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তার
- ইপিএস ঘোষণার তারিখ জানাল দুই কোম্পানি
- ঢাবির ২০১৮-১৯ সেশনের অছাত্ররা হতে পারবেন না ভোটার-প্রার্থী
- ১৬ জুলাই সরকারি ছুটি কি-না? যা জানা যাচ্ছে
- শোক সংবাদ পেয়ে কান্নায় ভেঙে পড়লেন পলক
- ডিভিডেন্ড পেয়েছে চার কোম্পানির বিনিয়োগকারীরা
- সর্বোচ্চ আগ্রহের তালিকায় ৪ খাতের শেয়ার
- ঢাবি অ্যালামনাই ও নিউ হরাইজন কানাডিয়ান স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- বিনিয়োগকারীদের সর্বোচ্চ চাহিদার শীর্ষে ৭ কোম্পানি
- ফেসবুক গ্রুপের এডমিন-সিআরদের সঙ্গে আলোচনায় বসবে ডাকসু নির্বাচন কমিশন