ঢাকা, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২
ঈদের ছুটি নিয়ে নতুন প্রস্তাবনা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে ছুটির বিন্যাসে পরিবর্তনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। তারা সরকারের ঘোষিত ১০ দিনের ঈদ ছুটির পরিবর্তে ছুটির দিনগুলো ঈদের আগে বাড়িয়ে ঈদের পর কমানোর দাবি জানিয়ে বলেছে, এতে ধাপে ধাপে মানুষ বাড়ি ফিরতে পারবে এবং যাত্রাপথে ভোগান্তি কমবে।
মঙ্গলবার (২৮ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, “সরকারের ১০ দিনের ঈদ ছুটি ঘোষণা ইতোমধ্যেই সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে কিন্তু কোনো সমীক্ষা ছাড়াই এই সিদ্ধান্ত নেওয়ায় ঈদযাত্রায় জনসাধারণকে কঠোর দুর্ভোগে পড়তে হতে পারে।”
তিনি আরও বলেন, গত বিদায়ী ঈদুল ফিতরের যাত্রা ছিল গত ২৫ বছরের মধ্যে সবচেয়ে স্বস্তিদায়ক। এর পেছনে প্রধান কারণ হিসেবে তিনি ঈদের আগে দীর্ঘ ছুটি, পরিবহন খাতে মাফিয়া দমন এবং আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর সমন্বিত প্রচেষ্টা তুলে ধরেন। এতে দুর্ঘটনা ও প্রাণহানির হার উল্লেখযোগ্যভাবে কমেছে।
যাত্রী কল্যাণ সমিতি এবারের ঈদযাত্রাকে আরও নিরাপদ করতে ১১টি সুপারিশ করেছে। এর মধ্যে রয়েছে:
ঈদের আগে অতিরিক্ত দুই দিন ছুটি প্রদান
ফিটনেসবিহীন যান চলাচল বন্ধ করা
অতিরিক্ত ভাড়া আদায় রোধ করা
মহাসড়কে অযোগ্য যান নিষিদ্ধ করা
চাঁদাবাজি দমন করা
টোল প্লাজায় যানজট নিয়ন্ত্রণ
পশুবাহী ট্রাকের কারণে যানজট কমানো
নিরাপত্তা জোরদারে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ টাস্কফোর্স গঠন
সংগঠনটি মনে করে, যদি এবারের ঈদে ছুটি আগে বাড়ানো না হয় তবে ভয়াবহ যানজট ও যাত্রী দুর্ভোগের সম্ভাবনা রয়েছে। তাই তারা সরকারের কাছে জনস্বার্থে ছুটির দিন পুনর্বিন্যাসের জন্য আবেদন জানিয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অপর্ণা রায় দাশ, সংগঠনের অর্থ সম্পাদক মাহমুদুল হাসান রাসেল ও নির্বাহী সদস্য অধ্যক্ষ রফিকা আফরোজ প্রমুখ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাতিল হচ্ছে ২০ আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স, তালিকায় শেয়ারবাজারের ১৪টি
- সরকারি কোম্পানি শেয়ারবাজারে আনার উদ্যোগ, তালিকায় ২১ প্রতিষ্ঠান
- ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ১.৪ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রির ঘোষণা
- শেয়ারবাজারের ৬৬ কোম্পানির প্রতি বিএসইসি’র কঠোর বার্তা
- গভীর রাতে ঢাবি শিবির সভাপতির ফেসবুক পোস্টে তোলপাড়
- দশ হাজার কোটি ঋণের বোঝায় আইসিবি, প্রস্তাব বিশেষ তহবিলের
- শেয়ারবাজারের ৯ ব্যাংক এমডিবিহীন, নেতৃত্ব সংকট তীব্র
- শেয়ারবাজারের ১৮ ব্যাংককে ডিভিডেন্ড না দেওয়ার নির্দেশ
- ড. ইউনূসকে রাষ্ট্রপতি, তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার প্রস্তাব
- ঢাবির পীরগাছা উপজেলা সংগঠনের নেতৃত্বে রবিউল ও সৈকত
- বনানীতে ঢাবির সাবেক ছাত্রীর ম’রদেহ উদ্ধার
- নানামুখী চেষ্টার পরও ভেঙে পড়ছে দেশের শেয়ারবাজার
- জেড ক্যাটাগরি ও ন্যুনতম শেয়ারধারণে ব্যর্থ কোম্পানিতে বসছে স্বতন্ত্র পরিচালক
- মন্দার বাজারে আলো ছড়িয়েছে ২০ শেয়ার
- ঈদের ছুটি নিয়ে নতুন প্রস্তাবনা