ঢাকা, বুধবার, ৬ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২
শেয়ারবাজারের ৬৬ কোম্পানির প্রতি বিএসইসি’র কঠোর বার্তা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ২২টি কোম্পানির সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), যারা ঘোষিত ডিভিডেন্ড সময়মতো বিতরণে ব্যর্থ হয়েছে। বুধবার (২৮ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।
বৈঠকে বিএসইসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি সংশ্লিষ্ট কোম্পানিগুলোর শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন। সভায় ঘোষিত ডিভিডেন্ড যথাসময়ে বিতরণ না করার পেছনের কারণগুলো নিয়ে আলোচনা হয় এবং কোম্পানিগুলোর প্রতি দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
বৈঠকে আরও জানানো হয়, ডিভিডেন্ড বিতরণে ব্যর্থতার কারণে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর বিরুদ্ধে সিকিউরিটিজ আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে কমিশন। এতে বাজারে বিনিয়োগকারীদের আস্থা রক্ষার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।
এছাড়াও, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর উদ্যোক্তা ও পরিচালকগণকে সম্মিলিতভাবে কমপক্ষে ৩০ শতাংশ শেয়ার ধারণের বাধ্যবাধকতা থাকলেও কয়েকটি কোম্পানি তা মানছে না বলে কমিশনের নজরে এসেছে।
বিএসইসি সূত্র জানিয়েছে, এই প্রেক্ষিতে ৪৪টি কোম্পানিকে নির্ধারিত শেয়ার ধারণ নিশ্চিত করতে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর বিরুদ্ধেও সিকিউরিটিজ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারের স্বচ্ছতা, বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ এবং আইন মেনে চলার সংস্কৃতি প্রতিষ্ঠার লক্ষ্যে বিএসইসি কঠোর অবস্থান গ্রহণ করবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- শেয়ারবাজারে আসছে রাষ্ট্র ও বহুজাতিক ১৫ কোম্পানি
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- স্কয়ার ফার্মার বাজার মূলধনে নতুন মাইলফলক
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৭ প্রতিষ্ঠান
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৪ প্রতিষ্ঠান
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- বিকালে আসছে ১০ কোম্পানির ইপিএস
- ক্যাশ ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- বিকালে আসছে ২১ কোম্পানির ইপিএস
- নতুন সিনেট সদস্য হলেন ঢাবির ৫ অধ্যাপক
- সর্বোচ্চ উচ্চতায় ১৭ কোম্পানির শেয়ার
- শিবলী রুবাইয়াত ও শেখ শামসুদ্দিন শেয়ারবাজারে অবাঞ্ছিত ঘোষণা
- গেস্ট হাউজ থেকে সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহ উদ্ধার
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১২ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস