ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২
শেয়ারবাজারের ৬৬ কোম্পানির প্রতি বিএসইসি’র কঠোর বার্তা
শেয়ারবাজারে তালিকাভুক্ত ২২টি কোম্পানির সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), যারা ঘোষিত ডিভিডেন্ড সময়মতো বিতরণে ব্যর্থ হয়েছে। বুধবার (২৮ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।
বৈঠকে বিএসইসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি সংশ্লিষ্ট কোম্পানিগুলোর শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন। সভায় ঘোষিত ডিভিডেন্ড যথাসময়ে বিতরণ না করার পেছনের কারণগুলো নিয়ে আলোচনা হয় এবং কোম্পানিগুলোর প্রতি দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
বৈঠকে আরও জানানো হয়, ডিভিডেন্ড বিতরণে ব্যর্থতার কারণে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর বিরুদ্ধে সিকিউরিটিজ আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে কমিশন। এতে বাজারে বিনিয়োগকারীদের আস্থা রক্ষার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।
এছাড়াও, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর উদ্যোক্তা ও পরিচালকগণকে সম্মিলিতভাবে কমপক্ষে ৩০ শতাংশ শেয়ার ধারণের বাধ্যবাধকতা থাকলেও কয়েকটি কোম্পানি তা মানছে না বলে কমিশনের নজরে এসেছে।
বিএসইসি সূত্র জানিয়েছে, এই প্রেক্ষিতে ৪৪টি কোম্পানিকে নির্ধারিত শেয়ার ধারণ নিশ্চিত করতে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর বিরুদ্ধেও সিকিউরিটিজ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারের স্বচ্ছতা, বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ এবং আইন মেনে চলার সংস্কৃতি প্রতিষ্ঠার লক্ষ্যে বিএসইসি কঠোর অবস্থান গ্রহণ করবে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে