ঢাকা, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২
চার মাসেই রেমিট্যান্স ১০ বিলিয়ন ডলার ছাড়াল
নিজস্ব প্রতিবেদক: প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। চলতি ২০২৪–২৫ অর্থবছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চার মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১০ বিলিয়ন ডলারেরও বেশি বৈদেশিক মুদ্রা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, এ সময়ে প্রবাসী আয় দাঁড়িয়েছে মোট ১ হাজার ১৫ বিলিয়ন ডলারে। আগের অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৮৯৪ কোটি ডলার। অর্থাৎ, গত বছরের তুলনায় রেমিট্যান্স বেড়েছে ১২১ কোটি ডলার, প্রবৃদ্ধি হয়েছে প্রায় ১৩ দশমিক ৫৬ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন প্রকাশিত হয় রোববার (২ নভেম্বর)।
সরকার পরিবর্তনের পর থেকে অর্থপাচার নিয়ন্ত্রণে কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হয়েছে, যার ফলে হুন্ডি চক্রের প্রভাব কমে গেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এতে করে প্রবাসীদের পাঠানো বৈদেশিক মুদ্রার বড় অংশ আসছে বৈধ ব্যাংকিং চ্যানেলে। একই সঙ্গে রপ্তানি আয়েও প্রবৃদ্ধি দেখা যাচ্ছে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে রপ্তানি খাতে প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ৬৪ শতাংশ, যেখানে আগের অর্থবছরে তা ছিল প্রায় ৮ শতাংশ।
অন্যদিকে, বিদেশি ঋণের পরিমাণও বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, চলতি বছরের জুন শেষে বিদেশি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১১ হাজার ২১৬ কোটি ডলারে। সবমিলিয়ে বৈদেশিক মুদ্রা প্রবাহ বৃদ্ধি পাওয়ায় ডলারের বিনিময় হার এখন ১২২ থেকে ১২৩ টাকার মধ্যে স্থিতিশীল রয়েছে। অর্থনীতিবিদদের মতে, ডলারের এই স্থিতিশীলতাই সাম্প্রতিক সময়ে মূল্যস্ফীতি কিছুটা কমে আসার অন্যতম কারণ, কারণ এখন আমদানির জন্য ডলার সংকট নেই।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। বিপিএম৬ মানদণ্ডে ৩০ অক্টোবর পর্যন্ত রিজার্ভ দাঁড়িয়েছে ২৭ দশমিক ৫৪ বিলিয়ন ডলারে, আর কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব হিসাব অনুযায়ী তা ৩২ দশমিক ১৪ বিলিয়ন ডলার। এটি গত ৩১ মাসের মধ্যে সর্বোচ্চ রিজার্ভ। আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে বিপিএম৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলার, আর বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী ২৫ দশমিক ৯২ বিলিয়ন ডলার। তুলনামূলকভাবে দেখা যায়, ২০২১ সালের আগস্টে রিজার্ভ সর্বোচ্চ ৪৮ দশমিক শূন্য ৬ বিলিয়ন ডলারে উঠেছিল।
শুধু অক্টোবর মাসেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৫৬ কোটি ডলার, যা গত বছরের একই মাসের তুলনায় প্রায় ১৭ কোটি ডলার বেশি। তবে সেপ্টেম্বরের তুলনায় কিছুটা কম, আগের মাসে রেমিট্যান্স ছিল ২৬৮ কোটি ডলার। গত অর্থবছর শেষে রেকর্ড ৩ হাজার ৩৩ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল দেশে।এস/এফ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: চলছে টি-২০ ম্যাচ-সরাসরি দেখুন এখানে (LIVE)
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত, এক ক্লিকেই জানুন ফলাফল
- কিছুক্ষণের মধ্যেই মেডিকেল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- কিছুক্ষণ পর ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টি-২০ ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- IPL মিনি নিলাম ২০২৬: কবে, কখন, জানুন বাজেট-বিস্তারিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: কখন,কোথায়-যেভাবে দেখবেন টি-২০ ম্যাচটি
- আজ দুপুরে মেডিকেল-ডেন্টাল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- আজ IPL নিলাম: জানুন সময়সূচি-সরাসরি দেখার উপায় (LIVE)
- IPL নিলাম ২০২৬: সরাসরি দেখুন এখানে (LIVE)
- মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা শান্ত, জেনে নিন কাট মার্ক
- IPL নিলাম ২০২৬: ৯.২ কোটিতে দল পেল মুস্তাফিজ-জানুন তাসকিনের অবস্থান
- বাংলাদেশ বনাম পাকিস্তান: ব্যাটিংয়ে বাংলাদেশ-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- চলছে IPL নিলাম ২০২৬: যে দামে বিক্রি হলেন মুস্তাফিজ
- বাংলাদেশ বনাম আফগানিস্তান: শ্বাসরুদ্ধকর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: টি-টোয়েন্টি ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)