ঢাকা, রবিবার, ২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

১২১তম প্রাইজ বন্ড ড্র: জেনে নিন বিজয়ী নম্বরগুলো

২০২৫ নভেম্বর ০২ ২০:৫১:৫৬

১২১তম প্রাইজ বন্ড ড্র: জেনে নিন বিজয়ী নম্বরগুলো

নিজস্ব প্রতিবেদক: ১০০ টাকা মূল্যমানের প্রাইজ বন্ডের ১২১তম 'ড্র' অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ নভেম্বর) ঢাকা বিভাগীয় কমিশনার অফিসের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এই ড্রতে প্রথম পুরস্কার ৬ লাখ টাকা জিতেছে ০১০৮৩৩১ নম্বর। দ্বিতীয় পুরস্কার হিসেবে ৩ লাখ ২৫ হাজার টাকা পেয়েছে ০১৫৬৮৯৭ নম্বর।

ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার অফিসের স্থানীয় সরকার বিভাগ ঢাকার পরিচালক শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে এই ড্র পরিচালিত হয়।

তৃতীয় পুরস্কার হিসেবে ১ লাখ টাকা করে দুটি বন্ড জিতেছে ০০৫৬৩৬২ ও ০৪৫৩৬৬৮ নম্বর। চতুর্থ পুরস্কার ৫০ হাজার টাকা করে পেয়েছে ০৯১২৪৪৪ ও ০৯৮৩৫৭২ নম্বর।

এছাড়াও, পঞ্চম পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা করে ৪০ জন বিজয়ী হয়েছেন। তাদের নম্বরগুলো হলো: ০০১৩৩৮৬, ০০১৪৯৯২, ০০২৮১৮৩, ০০৫৩২২৬, ০১১৯০৬৯, ০১৬৮৮৭৩, ০২৪৪০৭৪, ০২৫৭৫৯৪, ০২৬৫৯৩৮, ০২৯২৯৪১, ০২৯৬৪২৯, ০৩২৭৯১০, ০৩৪০৪০৭, ০৩৪৯৩১৫, ০৩৫৫২০৬, ০৩৬৭৫২৯, ০৩৬৯১১৭, ০৪১৭৭২৮, ০৪২৫৬৮৩, ০৫০১০৪৩, ০৫১৫৫৪২, ০৫৪৯৫২১, ০৫৬৫৯৩৬, ০৬০২২৬৫, ০৬২০২৫৯, ০৬২৪৭১৮, ০৬৭৪৩৪৪, ০৭১২৭৪০, ০৭৫৯০৫৯, ০৭৬৯৩৯২, ০৭৮২৭২৮, ০৭৯১৪২৮, ০৭৯৯৭৩২, ০৮২১৬৭৭, ০৮৬৫১২২, ০৯০৩৩৯২, ০৯০৪৩৫২, ০৯২২১৮০, ০৯৩৬৬১৭ ও ০৯৮৫৯৫২।

উল্লেখ্য, ড্রয়ের নির্ধারিত তারিখের ৬০ দিন আগে বিক্রি হওয়া প্রাইজ বন্ডগুলো এই ড্রয়ের আওতাভুক্ত। আয়কর আইন ২০২৩-এর ১১৮ ধারার নির্দেশনা অনুযায়ী, প্রাইজ বন্ডের পুরস্কারের অর্থ থেকে ২০ শতাংশ হারে উৎসে কর কাটা হবে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত