ঢাকা, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

শুরু হতে যাচ্ছে ঢাবি অ্যালামনাইয়ের বৈশাখী মিলনমেলা

২০২৫ এপ্রিল ২৬ ১৪:১১:১৩

শুরু হতে যাচ্ছে ঢাবি অ্যালামনাইয়ের বৈশাখী মিলনমেলা

ঢাবি প্রতিনিধি: ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশনের (ডুয়া) বৈশাখী মিলনমেলা ১৪৩২ পালিত হতে যাচ্ছে। আজ শনিবার (২৫ এপ্রিল) দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গনে এই মিলনমেলা অনুষ্ঠিত হবে। মিলনমেলা চলবে রাত দশটা পর্যন্ত।

ডুয়ার বৈশাখ মিলনমেলা উপলক্ষে ইতোমধ্যেই বর্ণিল সাজে সেজেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি)। সরেজমিনে ঘুরে দেখা যায়, টিএসসির সবুজ চত্বরে আজকের অনুষ্ঠান উপলক্ষে টানানো হয়েছে বিশাল শামিয়ানা।

এছাড়াও প্রস্তুত হয়েছে মঞ্চ। লাল-নীল-সবুজ বাহারি বাতির সাজে সজ্জিত হয়েছে পুরো টিএসসি ভবন। এছাড়াও টিএসসি চত্বরের প্রতিটি কোনায় লাগানো হচ্ছে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন। বাঙালি সংস্কৃতিকে ফুটিয়ে তোলা হচ্ছে বিভিন্ন কারুকার্য ও গ্রামীণ ঐতিহ্য দিয়ে।

ইতোমধ্যে টিএসসিতে আসতে শুরু করেছেন বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইবৃন্দ।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

রাকসুতে পরাজিত প্রার্থীদের ব্যতিক্রমী আয়োজন

রাকসুতে পরাজিত প্রার্থীদের ব্যতিক্রমী আয়োজন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু) নির্বাচনে পরাজিত প্রার্থীরা একটি মিলনমেলার আয়োজন করেছেন। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের... বিস্তারিত