ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২
তালেবানকে নিয়ে নজিরবিহীন সিদ্ধান্ত রাশিয়ার
ডুয়া ডেস্ক: তালেবানকে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দিয়ে এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাশিয়ার সুপ্রিম কোর্টের এক রায়ে তালেবানের ওপর দীর্ঘ দুই দশকের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
এই পদক্ষেপের ফলে তালেবান-শাসিত আফগানিস্তানের সঙ্গে রাশিয়ার পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক গড়ার পথ খুলে গেল। যদিও এখনও পর্যন্ত কোনো দেশ তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি তবুও রাশিয়া ধীরে ধীরে তালেবানের সঙ্গে সম্পর্ক জোরদার করছে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত বছর বলেছিলেন, তালেবান এখন সন্ত্রাসবিরোধী যুদ্ধে রাশিয়ার মিত্র হিসেবে কাজ করছে।
রাশিয়ার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আফগানিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এটি রাশিয়া-আফগান সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। কাবুলে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত দিমিত্রি ঝিরনভের সঙ্গে সাক্ষাতে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেন, এই সিদ্ধান্তের মাধ্যমে দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতার পথে থাকা প্রধান বাধা দূর হয়েছে।
২০০৩ সালে তালেবানকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করেছিল রাশিয়া। তবে সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্য ও আফগানিস্তানে ইসলামিক চরমপন্থী সংগঠনগুলোর হুমকি বাড়ায় তালেবানের সহযোগিতাকে এখন গুরুত্ব দিচ্ছে মস্কো।
বিশেষ করে ২০২৪ সালের মার্চে মস্কোর কাছে এক কনসার্ট হলে আইএসের ভয়াবহ হামলায় ১৪৫ জন নিহত হওয়ার পর নিরাপত্তা পরিস্থিতি নতুনভাবে ভাবতে বাধ্য হয় রাশিয়া। রুশ গোয়েন্দাদের মতে, ওই হামলার পেছনে ছিল আইএসের আফগান শাখা, আইএসআইএস-কে।
তালেবান দাবি করছে, তারা আফগানিস্তানে আইএস নির্মূলে কাজ করছে। তবে পশ্চিমা বিশ্ব এখনো তালেবান সরকারকে স্বীকৃতি দিতে নারাজ, তাদের নারীনীতির কারণে।
তালেবান এখনও নারীদের স্কুল-কলেজে যাওয়া নিষিদ্ধ রেখেছে এবং পুরুষ অভিভাবক ছাড়া বাইরে চলাফেরার ওপর কড়া বিধিনিষেধ জারি রয়েছে। এই প্রেক্ষাপটে রাশিয়ার এই সিদ্ধান্ত বৈশ্বিক কূটনৈতিক অঙ্গনে এক নতুন দিক নির্দেশ করছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- এবারও বিনিয়োগকারীদের হতাশ করল মিরাকেল ইন্ডাস্ট্রিজ
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)