ঢাকা, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২
সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রোহিঙ্গারা

ডুয়া ডেস্ক: ২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গাদের উপর বর্বর অত্যাচার ও গণহত্যা চালানোর পর প্রায় ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। বর্তমানে তারা কক্সবাজারের শরণার্থী শিবিরে মানবেতর জীবনযাপন করছে। কিন্তু নিজ মাতৃভূমি ফেরত যাওয়ার জন্য রোহিঙ্গাদের একটি অংশ এখন সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট ২০২৫ সালের ২৭ মার্চ তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মোহাম্মদ আয়াস (ছদ্মনাম) ২৫ বছর বয়সী এক রোহিঙ্গা যুবক, তার জীবনের উদ্দেশ্য ও সশস্ত্র প্রস্তুতির বিষয়টি সংবাদমাধ্যমটিকে জানায়। তিনি বলেন, তাদের লক্ষ্য মিয়ানমারের সেনাবাহিনী এবং অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীকে পরাস্ত করে নিজেদের ভূমিতে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। বিশেষ করে ২০২১ সালের মিয়ানমারের গৃহযুদ্ধের পর এই প্রস্তুতি আরো ত্বরান্বিত হয়েছে।
আয়াস জানিয়েছেন, তিনি এবং তার মতো আরও অনেক রোহিঙ্গা যুবক যুদ্ধের জন্য প্রশিক্ষণ নিচ্ছেন এবং তাদের লড়াই মূলত মিয়ানমারের সেনাবাহিনী ও গোষ্ঠীগুলোর বিরুদ্ধে। ২০১৭ সালে তার পরিবারের ওপর হামলার সময় তার বাবা নিহত হন এবং তিনি এখন সেই সময়ের প্রতিশোধ নেবার প্রস্তুতি নিচ্ছেন। তিনি বলেন, “আমরা প্রস্তুত। আমি আমার জনগণের জন্য মরতে প্রস্তুত।”
কক্সবাজারের শরণার্থী ক্যাম্পে থাকতে থাকা অনেক যুবক সশস্ত্র গোষ্ঠীতে যোগ দিচ্ছেন। এর মধ্যে কয়েকজন মিয়ানমারে গিয়ে সশস্ত্র প্রশিক্ষণ নিয়েছেন তারপর ফিরে এসে ক্যাম্পে সাধারণ জীবনযাপন করছেন।
এদিকে আরাকান আর্মি নামে বৌদ্ধ সশস্ত্র গোষ্ঠীও রোহিঙ্গাদের বিরুদ্ধে কার্যক্রম পরিচালনা করছে এবং রোহিঙ্গা গোষ্ঠী তাদের বিরুদ্ধেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। ইসলামিক মাহাজ নামক সশস্ত্র দলও রোহিঙ্গাদের অধিকার ও ভূমি পুনরুদ্ধারের জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তাদের মতে মিয়ানমারে শান্তি ও অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করা প্রয়োজন। কারণ তারা এখন বাংলাদেশে শরণার্থী ক্যাম্পে থাকতে চায় না।
এই পরিস্থিতির মধ্যে রোহিঙ্গাদের সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি, তাদের অধিকার ও স্বাধীনতা অর্জনের জন্য নিজেদের ভূমিতে ফিরে যাওয়ার সংগ্রাম চলছে।
তথ্য : দ্য ইন্ডিপেনডেন্ট
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- যারা বৃত্তি পাবে না, তাদের জন্য পার্ট-টাইম জবের চিন্তা-ভাবনা
- ডিভিডেন্ড-ইপিএস ঘোষণার তারিখ জানাল ১৯ কোম্পানি
- বহুজাতিক কোম্পানির ‘এ’ ক্যাটাগরিতে প্রত্যাবর্তন
- ডিভিডেন্ড-ইপিএস ঘোষণার তারিখ জানাল ১২ কোম্পানি
- শেয়ারবাজারের উত্থান কি টেকসই হবে? বিশ্লেষকরা যা বলছেন
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- ২২ জুলাই : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা, এনসিপির সকল কার্যক্রম স্থগিত
- শেয়ারবাজারে চমক দেখাল দুই বহুজাতিক কোম্পানি
- সর্বোচ্চ চাহিদার শীর্ষে ৪ কোম্পানির শেয়ার
- ৬ জায়গায় হবে ডাকসুর ভোটগ্রহণ
- পাঁচ কোম্পানির শেয়ারে বেড়েছে বিদেশি বিনিয়োগ
- চাহিদার তুঙ্গে ১০ কোম্পানির শেয়ার
- যুক্তরাষ্ট্রের ওষুধ বাজার থেকে বাদ পড়তে পারে বাংলাদেশ
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন বৃত্তির সাক্ষাৎকার নিয়ে নতুন নির্দেশনা