ঢাকা, সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২
শবেকদরে যেসব আমল করবেন

ডুয়া ডেস্ক : আজ পবিত্র রমজানের ২৭তম রাত। এটি শবেকদরের অন্যতম সম্ভাব্য সময়। তবে, লাইলাতুল কদরের সুনির্দিষ্ট দিন নির্ধারিত নয়। ২১ থেকে ২৯ রমজানের যে কোনো বেজোড় রাতেই এটি হতে পারে।
লাইলাতুল কদর একটি মহিমান্বিত রাত, যা শবেকদর নামেও পরিচিত। এই রাতে আল্লাহর অগণিত রহমত পৃথিবীতে নেমে আসে।
এ রাতে এত বেশি সংখ্যক ফেরেশতা পৃথিবীতে অবতরণ করেন যে, তারা সুবেহ সাদিক পর্যন্ত শান্তির বাতাস ছড়িয়ে দেন।
হজরত মুহাম্মদ (সা.) স্বয়ং এই রাতের গুরুত্ব উপলব্ধি করে রমজানের শেষ দশ দিন গভীর ইবাদতে কাটিয়েছেন। তিনি তার উম্মতদেরও এই রাত জেগে ইবাদত-বন্দেগিতে মনোনিবেশ করার নির্দেশ দিয়েছেন।
হজরত আয়েশা (রা.) একবার রাসুলুল্লাহ (সা.)-কে জিজ্ঞেস করেছিলেন, “যদি আমি বুঝতে পারি যে শবেকদর কোন রাতে, তবে আমি কোন দোয়া পড়ব?” রাসুলুল্লাহ (সা.) তাকে বলেন, “তুমি বলবে, ‘আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা’ফু আননি।’ অর্থাৎ, হে আল্লাহ! তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, তাই আমাকে ক্ষমা করো।” (তিরমিজি)।
লাইলাতুল কদর অনন্য ফজিলতপূর্ণ একটি রাত। এই রাতে নিজেকে ইবাদতে নিবিষ্ট করা এবং আল্লাহর নৈকট্য লাভের জন্য প্রচেষ্টা চালানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
যেসব আমল করা যেতে পারে:
১. নফল নামাজ আদায় করা।
২. মসজিদে প্রবেশ করে দুই রাকাত দুখুলিল মাসজিদ নামাজ পড়া।
৩. মাগরিবের পর ছয় রাকাত আউওয়াবিন নামাজ।
৪. তারাবি নামাজ পড়া।
৫. শেষ রাতে তাহাজ্জুদ নামাজ।
৬. সালাতুত তাসবিহ এবং তওবার নামাজ আদায় করা।
৭. প্রয়োজন হলে সালাতুল হাজাত এবং সালাতুশ শোকরের নামাজ।
৮. কুরআন তিলাওয়াতে সময় দেওয়া। বিশেষ করে সুরা কদর, সুরা ইয়াসিন, সুরা আর-রাহমানসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সুরা।
৯. দরূদ শরিফ পাঠ করা।
১০. তওবা-ইসতেগফারের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া।
১১. নিজের এবং পরিবারের জন্য দোয়া করা। মৃত স্বজনদের জন্য মাগফিরাত কামনা করা।
১২. দান-সদকার মাধ্যমে সওয়াব অর্জনের চেষ্টা করা।
আল্লাহর এই অনন্য রাতে তাঁর দয়া ও ক্ষমার দরজা উন্মুক্ত। আসুন, নিজের গুনাহর জন্য তওবা করি এবং ইবাদত-বন্দেগিতে মগ্ন হয়ে প্রভুর নৈকট্য লাভের চেষ্টা করি। হয়তো এই মহিমান্বিত রাতে আমাদের ভাগ্যে আল্লাহর অশেষ রহমত নেমে আসবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ডিভিডেন্ড-ইপিএস ঘোষণার তারিখ জানাল ১৯ কোম্পানি
- বহুজাতিক কোম্পানির ‘এ’ ক্যাটাগরিতে প্রত্যাবর্তন
- এক কোম্পানির দাপটেই চাঙা শেয়ারবাজার
- শেয়ারবাজারের উত্থান কি টেকসই হবে? বিশ্লেষকরা যা বলছেন
- ডিভিডেন্ড-ইপিএস ঘোষণার তারিখ জানাল ১২ কোম্পানি
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- ২২ জুলাই : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় আশুগঞ্জ পাওয়ার স্টেশন
- সর্বোচ্চ চাহিদার শীর্ষে ৪ কোম্পানির শেয়ার
- শেয়ারবাজারে চমক দেখাল দুই বহুজাতিক কোম্পানি
- চাহিদার তুঙ্গে ১০ কোম্পানির শেয়ার
- বিনিয়োগকারীদের আস্থায় বহুজাতিক তিন কোম্পানি
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন বৃত্তির সাক্ষাৎকার নিয়ে নতুন নির্দেশনা
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা