ঢাকা, সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২

মানবতাবিরোধী অপরাধ মামলায় আ.লীগ নেতাসহ কারাগারে ৩

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ২৮ ১৩:০৮:৪৩
মানবতাবিরোধী অপরাধ মামলায় আ.লীগ নেতাসহ কারাগারে ৩

জুলাই-আগস্ট গণআন্দোলন চলাকালে লক্ষ্মীপুরে শিক্ষার্থীসহ পাঁচজনকে হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তিন আসামিকে শ্যোন অ্যারেস্ট (অন্য মামলায় গ্রেপ্তার দেখিয়ে) দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসামিরা হলেন—লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, সদর উপজেলার দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন জাবেদ এবং জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন আলম।

সোমবার (২৮ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। একই সঙ্গে, এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৮ সেপ্টেম্বর দিন নির্ধারণ করা হয়েছে।

ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এবং প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।

এর আগে, গত ১৬ জুলাই ট্রাইব্যুনাল এই তিন আসামিকে ২৮ জুলাই আদালতে হাজিরের নির্দেশ দিয়েছিলেন। লক্ষ্মীপুরে সংঘটিত এই হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছিল।

মামলার বিবরণে জানা যায়, গত বছরের ৪ আগস্ট লক্ষ্মীপুরে ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালান বলে অভিযোগ ওঠে। তাদের ছোড়া গুলিতে চার শিক্ষার্থীসহ মোট পাঁচজন নিহত হন।

নিহতরা হলেন—আল আসাদ আফনান, সাব্বির হোসেন রাসেল, কাউসার হোসেন, ওসমান গণি ও মো. সুজন। এদের মধ্যে আফনান শহরের মাদাম ব্রিজ এলাকায় এবং বাকি চারজন তমিজ মার্কেট এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এই নৃশংস হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়া শুরু হওয়ায় ভুক্তভোগী পরিবারগুলোর মধ্যে ন্যায়বিচার পাওয়ার আশা সঞ্চার হয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বৈদেশিক ঋণ পরিশোধে ইতিহাস

বৈদেশিক ঋণ পরিশোধে ইতিহাস

বাংলাদেশের বৈদেশিক ঋণ পরিশোধের পরিমাণ প্রথমবারের মতো ৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। রোববার (২৭ জুলাই) প্রকাশিত অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) প্রতিবেদনে বলা... বিস্তারিত