ঢাকা, সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২

রাজনৈতিক সংস্কারে জুলাই সনদের খসড়া প্রদান আজ

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ২৮ ১০:০৩:২৭
রাজনৈতিক সংস্কারে জুলাই সনদের খসড়া প্রদান আজ

সংসদের উচ্চকক্ষ গঠন এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যাপক মতপার্থক্য থাকলেও, সোমবারের মধ্যে সংস্কার প্রস্তাব সম্বলিত 'জুলাই সনদ'-এর খসড়া প্রণীত হওয়ার কথা রয়েছে। গতকাল রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত ১৯তম দিনের সংলাপ শেষে এই তথ্য জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, সোমবার (আজ) দলগুলোকে সনদের খসড়া সরবরাহ করা হবে, যার ওপর ভিত্তি করে দলগুলো তাদের মতামত জানাবে। বড় কোনো মৌলিক আপত্তি উত্থাপিত না হলে, খসড়াটি নিয়ে নতুন করে সংলাপে আলোচনার সম্ভাবনা কম। সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে প্রায় রাত ১০টা পর্যন্ত তিন দফায় এই সংলাপ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর মেয়াদ ও পুলিশ কমিশন নিয়ে ঐকমত্য:

আলোচনায় কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে দলগুলো একমত হয়েছে। এর মধ্যে অন্যতম হলো, কোনো ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না। তবে বিএনপি এবং সমমনা দলগুলো শর্ত জুড়ে দিয়ে বলেছে, প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব করা হলে তবেই তারা এই প্রস্তাবে রাজি হবে।

এছাড়াও, একটি 'স্বাধীন পুলিশ কমিশন' গঠনে দলগুলো সর্বসম্মতভাবে একমত হয়েছে। এই কমিশনের চেয়ারম্যান হবেন আপিল বিভাগের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি এবং সদস্য হিসেবে বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিরা থাকবেন, যার মধ্যে ন্যূনতম দুজন নারী সদস্য থাকা বাধ্যতামূলক।

নারী আসন ও অন্যান্য বিষয়ে মতপার্থক্য:

তবে সংবিধান, রাষ্ট্র পরিচালনার মূলনীতি এবং নারী আসনে নির্বাচন পদ্ধতি নিয়ে এখনো কোনো ঐকমত্য হয়নি। বিএনপি প্রস্তাব করেছে, আসন্ন নির্বাচনে রাজনৈতিক দলগুলোকে কমপক্ষে ৫ শতাংশ আসনে এবং পরবর্তী নির্বাচনে ১০ শতাংশ আসনে সরাসরি নারী প্রার্থী মনোনয়ন দিতে হবে। এই প্রস্তাব নিয়ে আলোচনা হলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি।

জাতীয় ঐকমত্য কমিশন এখন পর্যন্ত ১২টি বিষয়ে দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করতে পেরেছে, যেখানে ৭টি বিষয় অমীমাংসিত রয়ে গেছে এবং ৩টি বিষয়ে এখনো আলোচনাই শুরু হয়নি। জুলাই মাসের মধ্যেই এই সনদ চূড়ান্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই সনদটি মূলত রাজনৈতিক দলগুলোর সংস্কার প্রস্তাবের ওপর নীতিগত সম্মতির একটি লিখিত দলিল, যেখানে একটি ভূমিকা, পটভূমি এবং প্রতিশ্রুতি অধ্যায় থাকবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বৈদেশিক ঋণ পরিশোধে ইতিহাস

বৈদেশিক ঋণ পরিশোধে ইতিহাস

বাংলাদেশের বৈদেশিক ঋণ পরিশোধের পরিমাণ প্রথমবারের মতো ৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। রোববার (২৭ জুলাই) প্রকাশিত অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) প্রতিবেদনে বলা... বিস্তারিত