ঢাকা, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

আসিয়ানে অন্তর্ভুক্তিতে মালয়েশিয়ার সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ২৭ ২১:৩৫:২১
আসিয়ানে অন্তর্ভুক্তিতে মালয়েশিয়ার সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশকে দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক অর্থনৈতিক জোট আসিয়ানে অন্তর্ভুক্ত করতে মালয়েশিয়ার সহায়তা কামনা করেছেন।

রোববার (২৭ জুলাই) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মালয়েশিয়ার পিপলস জাস্টিস পার্টির সহ-সভাপতি এবং দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কন্যা নুরুল ইজ্জাহ আনোয়ারের সঙ্গে সাক্ষাতে তিনি এই প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমরা আসিয়ানের অংশ হতে চাই। এর জন্য মালয়েশিয়ার সমর্থন গুরুত্বপূর্ণ।

প্রধান উপদেষ্টা আরও আশাবাদ ব্যক্ত করেন, আসিয়ানের বর্তমান চেয়ার দেশ হিসেবে মালয়েশিয়া বাংলাদেশের সেক্টরিয়াল ডায়ালগ পার্টনার হিসেবে অন্তর্ভুক্তিতে কার্যকর ভূমিকা পালন করবে, যা ভবিষ্যতে পূর্ণ সদস্যপদের পথ প্রশস্ত করতে পারে।

উল্লেখ্য, বাংলাদেশ ২০২০ সালেই আসিয়ানের সেক্টরিয়াল অংশীদার হওয়ার আবেদন করেছিল।

সাক্ষাৎকালে নুরুল ইজ্জাহ সাম্প্রতিক ঢাকার মাইলস্টোন স্কুলের পাশে বিমান দুর্ঘটনায় হতাহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেন। প্রধান উপদেষ্টা এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, এটি আমাদের জন্য অত্যন্ত মর্মান্তিক। আমরা অনেক মূল্যবান জীবন হারিয়েছি।

প্রধান উপদেষ্টা নুরুল ইজ্জাহকে দলের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জানান এবং দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন।

এ সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন, অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম এবং জুলাই বিপ্লব-এর পটভূমি তুলে ধরেন। তিনি বলেন, এই আন্দোলন তরুণদের নেতৃত্বে শুরু হলেও পরে সব শ্রেণি-পেশার মানুষ এতে যুক্ত হয়। ছাত্রদের আত্মত্যাগ, দেয়ালে আঁকা প্রতিবাদ এবং ফ্যাসিবাদবিরোধী চেতনা আমাদের পথ দেখিয়েছে।

ড. ইউনূস বাংলাদেশে মালয়েশিয়ান বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, এশিয়ার বেশিরভাগ দেশ যখন জনসংখ্যাগত বার্ধক্যে ভুগছে, বাংলাদেশ তখন তরুণদের দেশ। আমাদের অর্ধেক জনগোষ্ঠীর বয়স ২৭ বছরের নিচে। আপনারা এখানে উৎপাদন খাত গড়ে তুলুন এবং রপ্তানি করুন দুই দেশের জন্যই এটি লাভজনক হবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত