ঢাকা, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

যাদেরকে পুশইন করতে বললেন নাহিদ ইসলাম

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ২৭ ২১:২০:৫২
যাদেরকে পুশইন করতে বললেন নাহিদ ইসলাম

গত কয়েক মাস ধরেই নিজেদের দেশর নাগরিকসহ অবৈধ বাংলাদেশিদের পুশইন করছে ভারত। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে অবৈধ এই পুশইনের বিরুদ্ধে সরব বাংলাদেশ। তবে এবার পুশইনের পক্ষে বললেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম! তিনি দিল্লিকে উদ্দেশ করে বলেছেন, “পুশইন করলে শেখ হাসিনাকে এবং আওয়ামী সন্ত্রাসীদের করুন।”

আজ রবিবার (২৭ জুলাই) বিকালে শেরপুরে শহরের থানা মোড় এলাকায় জুলাই পদযাত্রা শেষে এক জনসমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ করে নাহিদ ইসলাম বলেন, “প্রশাসনের ভেতর যারা আওয়ামী লীগের হয়ে কাজ করছে; আওয়ামী লীগ সন্ত্রাসীদের প্রশ্রয় দিচ্ছে- তাদেরও বিচার করতে হবে।”

এ সমাবেশে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, “আগামীর বাংলাদেশের জন্য আমাদের যে চাওয়া পাওয়া ছিল বিগত এক বছরে সেটিই পূরণ হয়নি। এজন্য দেশ গড়তে আমাদের জুলাই পদযাত্রা শুরু করতে হয়েছে।”

এনসিপির এই নেতা আরও বলেন, “আমরা আর বাংলাদেশে কাউকে পির মানব না। তিনি যদি ৯৫টা কাজ ভালো করেন, তাকে ভালো বলব। পাঁচটি কাজ যদি খারাপ করেন তাকে খারাপ বলব।”

এনসিপির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, “মাইলস্টোনের ঘটনার পেছনে কার কার হাত আছে সেটা আমরা জানতে চাই। কোন করপোরেট সংগঠন বা বাহিনীর সঙ্গে জড়িত আছে আমরা জানতে চাই।”

এর আগে কলেজ মোড়ের শহীদ মাহবুব চত্বর থেকে পদযাত্রা শুরু হয়ে শেরপুর থানা মোড়ে এসে শেষ হয়। পদযাত্রা শেষে অনুষ্ঠিত সমাবেশে অংশ নেন— জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আকতার হোসেন, দক্ষিণাঞ্চলের প্রধান সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের প্রধান সংগঠক সারজিস আলম, প্রধান সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদিব, এবং যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ও নাহিদা সারওয়ার নিয়ভা।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বৈদেশিক ঋণ পরিশোধে ইতিহাস

বৈদেশিক ঋণ পরিশোধে ইতিহাস

বাংলাদেশের বৈদেশিক ঋণ পরিশোধের পরিমাণ প্রথমবারের মতো ৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। রোববার (২৭ জুলাই) প্রকাশিত অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) প্রতিবেদনে বলা... বিস্তারিত