ঢাকা, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের রাস্তা অবরোধ

ডুয়া নিউজ- বিশ্ববিদ্যালয়
২০২৫ জুলাই ২৭ ১৮:৩৪:২৩
প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের রাস্তা অবরোধ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে একনেক সভায় দ্রুত ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) অনুমোদনের দাবিতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। পাশাপাশি তারা সিরাজগঞ্জের শাহজাদপুরে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ জানান।

আজ রবিবার (২৭ জুলাই) শাহজাদপুর পৌর শহরের বিসিক বাসস্ট্যান্ড এলাকার রবীন্দ্র ভাস্কর্য চত্বরে এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস এম হাসান তালুকদার, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া এবং ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ। তাঁরা কিছু সময় প্ল্যাকার্ড হাতে মানববন্ধনে অংশ নেন।

এ ছাড়া মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে অংশ নেন স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী, নাসিম উদ্দিন মালিথা পরিষদ, শাহজাদপুর উপজেলা জামায়াত ইসলামী এবং শাহজাদপুর সচেতন নাগরিক ফোরামের প্রতিনিধিরা।

কর্মসূচির সমাপ্তিতে ঘোষণা দেওয়া হয়, সোমবার (২৮ জুলাই) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস-৩ এর সামনে ঢাকা-পাবনা মহাসড়কের ওপর প্রতীকী ক্লাস অনুষ্ঠিত হবে। এই প্রতীকী ক্লাসের ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান নজরুল ইসলাম এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে জাকারিয়া জিহাদ।

বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, “আমাদের প্রাণের প্রতিষ্ঠান রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী আজ। এ দিনটি উৎসবমুখর পরিবেশে কাটানোর কথা ছিল। অথচ আমরা রাজপথে। ডিপিপি অনুমোদনে সরকারের গড়িমসি আমাদের এখানে দাঁড় করিয়েছে। যাদের গাফিলতিতে এই প্রকল্প আটকে আছে, তাদের সবাইকে জবাবদিহির আওতায় আনতে হবে। বিশেষ করে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের অযৌক্তিক বাধার কারণে আমরা তার পদত্যাগ দাবি করছি।”

তিনি আরও বলেন, “আমরা দীর্ঘ নয় বছর ধরে ধুঁকছি, আর নয়।”

সংগীত বিভাগের চেয়ারম্যান ইয়াতসিংহ শুভ জানান, “ডিপিপিটি এখন পর্যন্ত সাতবার সংশোধন করা হয়েছে। সরকার যেসব কাগজপত্র চেয়েছে, আমরা সবই সরবরাহ করেছি। পরিবেশ অধিদপ্তর, হাওড় ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ছাড়পত্র এবং শিক্ষা মন্ত্রণালয়ের অনাপত্তিপত্রসহ সব কিছু জমা দেওয়া হয়েছে। এরপরও ডিপিপি অনুমোদন না হওয়ায় আমরা গভীর শঙ্কায় আছি। মনে হচ্ছে এর পেছনে কোনো স্বার্থান্বেষী মহল সক্রিয় রয়েছে। তাদের খুঁজে বের করে ব্যবস্থা নিতে হবে।”

সহকারী রেজিস্ট্রার শেখ আল মাসুদ বলেন, “জাতীয় সংগীতের রচয়িতা ও নোবেল বিজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের জন্য ক্যাম্পাস নির্মাণে ডিপিপি অনুমোদনের দাবিতে রাজপথে নামতে হচ্ছে, এটি অত্যন্ত দুঃখজনক। আমরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার জরুরি হস্তক্ষেপ কামনা করছি।”

এ বিষয়ে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাকারিয়া হোসেন বলেন, “একটি পাবলিক বিশ্ববিদ্যালয় নয় বছর ধরে ভাড়া ভবনে চলছে। এটি শুধু আমাদের নয়, গোটা দেশের শিক্ষাব্যবস্থার জন্য লজ্জাজনক। আমরা সরকারের আশ্বাসে পূর্বে রাজপথ ছেড়েছিলাম, কিন্তু এবার কোনো আশ্বাসে নয়, চূড়ান্ত সমাধাান নিয়েই রাজপথ ছাড়ব। ডিপিপি অনুমোদন আটকে রাখার জন্য আমরা উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে দায়ী করছি এবং তার পদত্যাগ দাবি করছি।”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমাদের দাবি পূরণ না হলে আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করব। উত্তরবঙ্গের সঙ্গে রাজধানীসহ সারাদেশের সড়ক ও রেলপথ অবরোধ করা হবে।”

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত