ঢাকা, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

একনেকে অনুমোদন পেল না জুলাই শহীদদের প্রকল্প

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ২৭ ২০:৪২:০৬
একনেকে অনুমোদন পেল না জুলাই শহীদদের প্রকল্প

আটকে গেছে আলোচিত জুলাই শহীদদের আবাসন প্রকল্প। তবে, আজ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ৮ হাজার ১৪৯ কোটি ৩৮ লাখ টাকা ব্যয় সংবলিত ১২টি উন্নয়ন প্রকল্প অনুমোদন পেয়েছে।

রবিবার (২৭ জুলাই) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা।

এ সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস। এটি ছিল অন্তর্বর্তী সরকারের সময়কালে ১২তম এবং ২০২৫-২৬ অর্থবছরের প্রথম একনেক বৈঠক।

সভায় ৮ হাজার ১৪৯ কোটি ৩৮ লাখ টাকার মোট ১২টি উন্নয়ন প্রকল্প অনুমোদন পেলেও আলোচিত ৩৬ জুলাই আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্প অনুমোদন পায়নি। প্রায় ৭৬১ কোটি ১৬ লাখ টাকা ব্যয় নির্ধারিত এই প্রকল্পটি ২০২৫ সালের জুলাই থেকে ২০২৭ সালের জুনের মধ্যে বাস্তবায়নের প্রস্তাব ছিল।

সভা-পরবর্তী ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, “আমরা মনে করি, এই প্রকল্পের যথাযথ মূল্যায়ন প্রয়োজন। জুলাই যোদ্ধাদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য প্রকল্পগুলো একত্রে সমন্বিতভাবে পরিকল্পনা করাই হবে যুক্তিযুক্ত। প্রকল্পটি ভালো উদ্যোগ হলেও আরও পরিপক্বতার সঙ্গে এগোনো দরকার।”

সভায় অনুমোদিত ১২টি প্রকল্পে সরকারি অর্থায়ন রয়েছে ৮ হাজার ৫৮ কোটি ৭৭ লাখ টাকা, প্রকল্প ঋণ ১৪৩ কোটি ৩৩ লাখ এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৫২ কোটি ৭২ লাখ টাকা। এর মধ্যে ৬টি নতুন এবং ৬টি সংশোধিত প্রকল্প।

নতুন অনুমোদিত প্রকল্পগুলো হলো: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন, গ্রামীণ স্যানিটেশন, বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে রেলপথ রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন, ২০টি (১২টি নতুন, ৮টি পুনর্নির্মিত) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন, উপজেলা পর্যায়ে নারীদের জন্য আয়বর্ধক প্রশিক্ষণ (দ্বিতীয় পর্যায়), কন্দাল ফসল গবেষণা জোরদারকরণ।

সংশোধিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে: কালুরঘাট সেতু থেকে চাক্তাই খাল পর্যন্ত সড়ক নির্মাণ (দ্বিতীয় সংশোধিত, চতুর্থবার মেয়াদ বৃদ্ধি), বাংলাদেশ কোস্ট গার্ডের জন্য লজিস্টিক ও রক্ষণাবেক্ষণ অবকাঠামো গড়ে তোলা (দ্বিতীয় সংশোধন), বিপিডিবির বিতরণ জোনে স্মার্ট প্রি-পেমেন্ট মিটারিং প্রকল্প (প্রথম সংশোধন), মিরপুর সেনানিবাসে অফিসার্স মেস ও বিওকিউ নির্মাণ (প্রথম সংশোধন), বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের যাদুঘর সম্প্রসারণ (প্রথম সংশোধন, চতুর্থবার বৃদ্ধি), বদ্দারহাট বাড়াইপাড়া থেকে কর্ণফুলী নদী পর্যন্ত খাল খনন (তৃতীয় সংশোধন)।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত