ঢাকা, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২
বাংলাদেশে উৎপাদন খাত গড়তে সৌদিকে আহ্বান প্রধান উপদেষ্টার
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশে উৎপাদন খাত স্থাপনের জন্য সৌদি আরবকে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন।
রোববার (২৭ জুলাই) নবনিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফের বিন আবিয়া প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে স্টেট গেস্ট হাউস যমুনায় গেলে এই আলোচনা হয়।
সাক্ষাৎকালে তিনি সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের পাঠানো একটি আমন্ত্রণপত্র প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন।
প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানান, আমন্ত্রণপত্রে আগামী অক্টোবর মাসে রিয়াদে অনুষ্ঠেয় নবম ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (FII) ফোরামে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
এ সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশ-সৌদি কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তির প্রেক্ষাপটে সৌদি যুবরাজের বাংলাদেশের প্রতি আগ্রহ ও সদিচ্ছার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বর্তমান সময়ে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও গভীর হবে।
প্রধান উপদেষ্টা সৌদি আরবকে বাংলাদেশে জ্বালানি খাত, স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যশিক্ষা, এবং ফার্মাসিউটিক্যালস খাতে বিনিয়োগের আহ্বান জানান। পাশাপাশি তিনি রাষ্ট্রদূতের মেয়াদ কালে বাংলাদেশ সরকার থেকে সৌদি দূতাবাসকে প্রয়োজনীয় সকল সহায়তার আশ্বাস দেন।
ড. আব্দুল্লাহ জাফের বিন আবিয়া জানান, সৌদি বিনিয়োগকারী প্রতিষ্ঠান ‘রেড সি গেটওয়ে টার্মিনাল’ ইতিমধ্যে পতেঙ্গা কনটেইনার টার্মিনাল ও মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরে কার্যক্রম পরিচালনা করছে। এ ছাড়া, বাংলাদেশে একটি আরবি ভাষা ইনস্টিটিউট এবং ৮টি শহরে ৮টি মসজিদ নির্মাণে সৌদি সরকার ২ কোটি মার্কিন ডলার বরাদ্দ দিয়েছে বলেও জানান তিনি।
সাক্ষাৎ শেষে অধ্যাপক ইউনূস রাষ্ট্রদূতের হাতে জুলাই ২০২৪ সালের গ্রাফিতি সংগ্রহ উপহার হিসেবে তুলে দেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ভারত: খেলাটি কবে, কোথায়, কখন-জানুন সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: প্রথম দিনের খেলা শেষ, জানুন স্কোর
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: জয়-সাদমানের ফিফটি, দেখনু বর্তমান ফলাফল
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: লিড নিল বাংলাদেশ, দেখুন সর্বশেষ স্কোর-LIVE
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- চলছে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ১ম টেস্ট ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: নাহিদ-মিরাজের জোড়া শিকার, সরাসরি(LIVE) দেখুন এখানে
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- দুই বছর ডিভিডেন্ড না দেওয়ায় ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন
- আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঝড়ো শুরু, সরাসরি দেখুন এখানে(LIVE)
- বিএসইসির সাবেক চেয়ারম্যান খায়রুল হোসেনের বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা