ঢাকা, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

গণঅভ্যুত্থানের মামলা তদন্তে গতি আনছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ২৭ ২৩:২০:৪১
গণঅভ্যুত্থানের মামলা তদন্তে গতি আনছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন জুলাই-আগস্টে সংঘটিত গণঅভ্যুত্থান সংক্রান্ত মামলাগুলোর তদন্ত দ্রুত সম্পন্ন করতে সরকার কাজ করছে।

রোববার (২৭ জুলাই) বিকেলে মুন্সীগঞ্জ জেলা শহরের লিচু তলা এলাকায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধনকালে তিনি একথা বলেন।

এ-সময় স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, ঢাকা রেঞ্জের ডিআইজি, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কয়েকটি ক্ষেত্রে মামলার চার্জশিট দেওয়া হয়েছে। মামলায় আসামির সংখ্যা বেশি হওয়ায় কিছুটা সমস্যা হচ্ছে। তবে তদন্ত অনেক দূর এগিয়েছে। গণঅভ্যুত্থানের মামলা তদন্তে গতি আনছে সরকার।

অপর এক প্রশ্নের জবাবে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো ছাত্র প্রতিনিধি বা কোনো ধরনের প্রতিনিধি নেই। তিনি বলেন, যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তদন্ত সাপেক্ষে তাদের বিচার হবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত