ঢাকা, সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২

কুয়েটে ক্লাস শুরুর আশ্বাস নবনিযুক্ত ভিসি'র

ডুয়া নিউজ- বিশ্ববিদ্যালয়
২০২৫ জুলাই ২৮ ০৯:১৮:৩৪
কুয়েটে ক্লাস শুরুর আশ্বাস নবনিযুক্ত ভিসি'র

দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার পর অবশেষে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী আগামী মঙ্গলবার থেকে ক্লাস শুরুর আশ্বাস দিয়েছেন।

রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে উপাচার্য বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের প্রতিনিধি (ভিপি ও সিআর) এবং পরবর্তীতে শিক্ষক সমিতির নেতাদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় এই আশ্বাস প্রদান করেন।

শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ হেলালী বলেন, "কুয়েট একটি স্বনামধন্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়। এর সুনাম ও গৌরবের পেছনে শিক্ষার্থী, শিক্ষক এবং প্রশাসনের সকলের অবদান রয়েছে। আমি শিক্ষার্থীদের উদ্বেগ ও হতাশা উপলব্ধি করতে পারছি। আপনাদের শিক্ষা জীবনের একটি মুহূর্তও যেন নষ্ট না হয়, সেটি আমাদের আন্তরিক চাওয়া।" তিনি আরও বলেন, "প্রশাসন সর্বদা একটি শান্তিপূর্ণ ও সচল একাডেমিক পরিবেশ বজায় রাখতে চায়। আমরা প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করছি, যাতে খুব দ্রুত ক্লাস, পরীক্ষা ও অন্যান্য একাডেমিক কার্যক্রম শুরু করা যায়।" উপাচার্য শিক্ষার্থীদের ধৈর্য ধরে প্রশাসনের ওপর আস্থা রাখার আহ্বান জানান এবং আলোচনার মাধ্যমে স্থায়ী সমাধানের প্রত্যয় ব্যক্ত করেন।

একাডেমিক কার্যক্রম শুরুর বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. সাহিদুল ইসলাম জানান, উপাচার্যের সঙ্গে তাদের একটি সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভার আলোচনার ভিত্তিতে শিক্ষক সমিতি নিজেদের মধ্যে বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র নিশ্চিত করেছে যে, সন্ধ্যা সাড়ে সাতটায় উপাচার্য শিক্ষক সমিতির সঙ্গে মতবিনিময় করেছেন, যেখানে মঙ্গলবার থেকে ক্লাস শুরুর বিষয়টি আলোচিত হয়েছে।

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় শতাধিক ব্যক্তি আহত হন। এই ঘটনার জেরে সৃষ্ট আন্দোলনের মুখে ২৬ এপ্রিল তৎকালীন উপাচার্য ও সহ-উপাচার্যকে অপসারণ করা হয়। এরপর ১ মে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) অধ্যাপক হজরত আলীকে অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হলেও শিক্ষক লাঞ্ছনার ঘটনার বিচারের দাবিতে শিক্ষক সমিতি একাডেমিক কার্যক্রম বর্জন করে। শিক্ষকদের বিরোধিতার মুখে ২২ মে অধ্যাপক হজরত আলী পদত্যাগ করেন। অবশেষে গত বৃহস্পতিবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) যন্ত্রকৌশল বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার পর অচলাবস্থা নিরসনে এই নতুন উদ্যোগ গ্রহণ করা হলো।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববিদ্যালয় এর অন্যান্য সংবাদ

বৈদেশিক ঋণ পরিশোধে ইতিহাস

বৈদেশিক ঋণ পরিশোধে ইতিহাস

বাংলাদেশের বৈদেশিক ঋণ পরিশোধের পরিমাণ প্রথমবারের মতো ৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। রোববার (২৭ জুলাই) প্রকাশিত অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) প্রতিবেদনে বলা... বিস্তারিত