ঢাকা, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

'আর কখনো মন্দির পাহারা দিতে হবে না'

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ২৭ ২৩:৫৫:১৯
'আর কখনো মন্দির পাহারা দিতে হবে না'

বাংলাদেশে আর কখনো মন্দির পাহারা দিতে হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, বাংলাদেশে এক সময় সংখ্যালঘু, সংখ্যাগুরু—এই ধরনের ভেদাভেদের উপরে গিয়ে সবাই সমান হব। এই বাংলাদেশে আর কখনো মন্দির পাহারা দেওয়ার মতো ঘটনা আসবে না।

আজ রবিবার (২৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে জামালপুর শহরের ৩০০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী দয়াময়ী মন্দির পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, "মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জা—সবাই নির্বিঘ্নে নিরাপত্তার সহিত প্রার্থনা করতে পারবেন। আমরা প্রত্যেকটি ধর্ম, জাতি এবং ধর্মীয় যে সাংস্কৃতিক স্বাধীনতা রয়েছে, আমরা সেটার পক্ষে কথা বলছি।"

বৈষম্যহীন সমাজ গড়ার অঙ্গীকার জানিয়ে নাহিদ ইসলাম বলেন, "আমরা মন্দির পরিদর্শনে এসেছি এবং জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমাদের যে কমিটমেন্ট, আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাইদের জন্য এবং বাংলাদেশের সব নাগরিকদের জন্য আমরা একটি বৈষম্যহীন, সব নাগরিকের সমান অধিকারের বাংলাদেশ গড়তে চাই। যেখানে প্রত্যেকটা মানুষ নাগরিক অধিকার ও সমান মর্যাদা পাবে, কোনো বৈষম্য থাকবে না। সবাই সমান হিসেবে বিবেচিত হবে, আমরা এমন একটা বাংলাদেশ প্রত্যাশা করি।"

স্বাধীনতা পরবর্তী সময়ের প্রসঙ্গ টেনে এনসিপির আহ্বায়ক বলেন, "আমরা জানি গত ৫৪ বছরে বাংলাদেশে বৈষম্য রয়েছে। সমান অধিকার, মুক্তিযুদ্ধের সাম্য, ন্যায়বিচার, মর্যাদা—আমরা সেটা নিশ্চিত করতে পারিনি। কিন্তু তরুণরা গণঅভ্যুত্থানে নেমেছে, এবার একটি নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা করছে। আমরা চাই সেই বাংলাদেশ এবার আমরা তৈরি করতে, সে লক্ষ্যে নাগরিক পার্টি কাজ করে যাচ্ছে।"

সবার সহযোগিতা চেয়ে নাহিদ ইসলাম বলেন, "তরুণদের রাজনৈতিক দল হিসেবে, এই দলে শুধু তরুণ নয়, সব বয়সের মানুষ রয়েছে। নারী, পুরুষসহ সব ধর্মের মানুষ রয়েছে। আপনারা সহযোগিতা করবেন। রাজনৈতিক দল হিসেবে আমরা অবশ্যই বাংলাদেশের সব ধর্ম, জাতি, বর্ণ, সবার সঙ্গে থাকব, ন্যায়বিচারের পক্ষে থাকব, সত্যের পক্ষে থাকব।"

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বৈদেশিক ঋণ পরিশোধে ইতিহাস

বৈদেশিক ঋণ পরিশোধে ইতিহাস

বাংলাদেশের বৈদেশিক ঋণ পরিশোধের পরিমাণ প্রথমবারের মতো ৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। রোববার (২৭ জুলাই) প্রকাশিত অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) প্রতিবেদনে বলা... বিস্তারিত