ঢাকা, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২
তিন ভয়াবহ মানবতাবিরোধী অপরাধ মামলায় ১৭ আসামি ট্রাইব্যুনালে
.jpg)
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং পরবর্তী জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত নির্মম সহিংসতার ঘটনায় দায়ের করা তিনটি পৃথক মানবতাবিরোধী অপরাধ মামলায় অভিযুক্ত ১৭ জনকে সোমবার (২৮ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই মামলাগুলোর মধ্যে রয়েছে রংপুরে শিক্ষার্থী আবু সাঈদকে হত্যা, আশুলিয়ায় ছয়জনকে নৃশংসভাবে হত্যা করে মরদেহ পুড়িয়ে ফেলা এবং লক্ষ্মীপুরে পাঁচজনকে হত্যার মতো চাঞ্চল্যকর অভিযোগ।
রংপুরে আবু সাঈদ হত্যা মামলা: গুলিতে মৃত্যুর অভিযোগ, ২৬ আসামি পলাতক
আলোচিত মামলাগুলোর মধ্যে অন্যতম হলো রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলা। ২০২৪ সালের ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের গুলিতে তিনি নিহত হন। এই মামলায় গ্রেপ্তারকৃত চার আসামিকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন—সাবেক এসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রক্টর শরিফুল ইসলাম এবং ছাত্রলীগ কর্মী ইমরান চৌধুরী আকাশ।
প্রসিকিউশনের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশের সরাসরি গুলিতে আবু সাঈদের মৃত্যু হয় এবং বাকি দুজন এই হত্যাকাণ্ডে সহায়তা ও উসকানি দিয়েছিলেন। এই মামলায় মোট ৩০ জনকে আসামি করা হয়েছে, যাদের মধ্যে ২৬ জন এখনো পলাতক। পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পাশাপাশি পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।
আশুলিয়া ও লক্ষ্মীপুর হত্যা মামলা: মরদেহ পোড়ানো ও হত্যার অভিযোগ
একই দিনে আশুলিয়ায় ছয়জনকে হত্যা করে মরদেহ পুড়িয়ে ফেলার মতো ভয়াবহ ঘটনার মামলায় গ্রেপ্তারকৃত সাতজন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এই মামলায় মোট ১৬ জন আসামির মধ্যে ৮ জন পলাতক রয়েছে, যাদের মধ্যে অন্যতম হলেন সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম। হাজির হওয়া আসামিদের মধ্যে পুলিশ ও গোয়েন্দা বিভাগের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা, ওসি এবং কনস্টেবলও রয়েছেন।
অন্যদিকে, লক্ষ্মীপুরে আন্দোলন চলাকালে পাঁচজনকে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় অন্য মামলায় গ্রেপ্তার থাকা তিন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। এই তিনজন হলেন—সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন জাবেদ এবং জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন আলম।
ট্রাইব্যুনালের কার্যক্রম
সোমবার তিনটি মামলার শুনানি ও আদেশ প্রদান করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল। প্যানেলের অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারপতি নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এবং প্রসিকিউটর আব্দুস সাত্তার পালোয়ানসহ অন্যরা। আসামিপক্ষে ছিলেন আইনজীবী রাশেদুল হক খোকন ও দেলোয়ার হোসেন সোহেল। আলোচিত এসব মামলার পরবর্তী কার্যক্রমের জন্য শুনানির নতুন তারিখ ধার্য করা হবে বলে জানা গেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে দ্রুত মুনাফা তোলার ৫টি ট্রেডিং টিপস
- সাবেক কর্মীদের ১৮২৩ কোটি টাকা আটকে রেখেছে ম্যারিকো
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- এক হাজার কোটি টাকার মামলায় শিবলী রুবাইয়াত গ্রেপ্তার
- তালিকাচ্যুতির ঝুঁকিতে অলিম্পিক এক্সেসরিজ
- রবির মাধ্যমে দেশে আসছে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট
- শেয়ার কারসাজিতে ১২ জনকে সাড়ে ৩ কোটি টাকা জরিমানা
- সর্বোচ্চ চাহিদায় নাগালের বাইরে ১৪ প্রতিষ্ঠান
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- কৃত্রিম চাপে শেয়ারবাজারে অস্থিরতা, সহসা পুনরুদ্ধারের সম্ভাবনা
- এক কোম্পারি অস্থিরতায় শেয়ারবাজারে তোলপাড়
- মুনাফা বাড়াতে নতুন পরিকল্পনা: ঘুরে দাঁড়াচ্ছে হাক্কানী পাল্প
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং
- চার জেডের শেয়ারে বিনিয়োগকারীদের সর্বোচ্চ আস্থা
- পাঁচ কোম্পানির কারণে থমকে গেল শেয়ারবাজারের উত্থান