ঢাকা, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২

দেশের সাত অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের সতর্কতা

২০২৫ জুলাই ২৮ ১১:০৪:৫৯

দেশের সাত অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের সতর্কতা

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) আজ সোমবার (২৮ জুলাই) সন্ধ্যার মধ্যে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের সাতটি অঞ্চলে বজ্রসহ বৃষ্টি এবং ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে। এই বৈরী আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ আফরোজা সুলতানার দেওয়া তথ্য অনুযায়ী, আজ সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই পূর্বাভাসের ভিত্তিতে, নৌযান চলাচল ও উপকূলীয় কার্যক্রমের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের জন্য নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

সারাদেশের আবহাওয়ার পূর্বাভাস

কেবল এই সাতটি অঞ্চলই নয়, অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

খুলনা ও সিলেট বিভাগ: এই দুই বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে কোনো কোনো এলাকায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণেরও আশঙ্কা করা হচ্ছে।

অন্যান্য বিভাগ: রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়ও একই ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এই বৃষ্টিপাতের প্রভাবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে, যা চলমান গরমে কিছুটা স্বস্তি আনতে পারে। আবহাওয়া অধিদপ্তর পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং যেকোনো পরিবর্তনে নতুন তথ্য সরবরাহ করবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত